Ajker Patrika

বাড্ডায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৭ মে ২০২৩, ১১: ২৫
বাড্ডায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীর বাড্ডায় ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম তাসিন আহমেদ (১৭)।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে উত্তর বাড্ডার গোপীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মামা আনোয়ার হোসেন জানান, তাসিনের বাবার নাম মো. বাবুল আহমেদ। তাদের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাষিরী গ্রামে। দুই ভাই ও বাবা-মা উত্তর বাড্ডার গোপীপাড়ার সাততলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। অনলাইনে ডেলিভারিম্যানের কাজ করত তাসিন।

আনোয়ার হোসেন আরও জানান, ওই ভবনের ছাদে বেশ কয়েকটি গাছ রয়েছে। সেই গাছে নিয়মিত পানি দিত সে। সকালে পানি দেওয়ার জন্য ছাদে যায় তাসিন। এর কিছুক্ষণ পর শুনতে পারেন, তাসিন ছাদ থেকে নিচে পড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় বাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে জানান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত