নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে ৩০ কোম্পানির বাসে আজ থেকে শুরু হওয়ার কথা ছিল ই-টিকিট সেবা। সকাল থেকেই কয়েকটি বাসে এই সেবা চালু হলেও অধিকাংশ বাসেই দেখা যায়নি ই-টিকিটিংয়ের পজ মেশিন। পজ মেশিন না থাকায় সেগুলোতে আগের নিয়মেই ভাড়া আদায় করতে দেখা গেছে। তবে যেসব পরিবহনে ই-টিকিটিং চালু হয়েছে, তার যাত্রী ও পরিবহনশ্রমিক উভয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আজ রোববার সকালে মিরপুর ২ ও ১০ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মিরপুর ২ নম্বর এলাকা থেকে উত্তরায় যাওয়া প্রজাপতি পরিবহনের কয়েকটি গাড়িতে ই-টিকিট কেটে যাচ্ছিলেন যাত্রীরা। একই কোম্পানির কিছু বাস আবার আগের মতোই হাতে হাতে ভাড়া তুলছিল।
সাব্বির আহমেদ নামে ই-টিকিট কাটা প্রজাপতি পরিবহনের এক যাত্রী জানান, ই-টিকিট হওয়াতে এখন আর হেলপার ও কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে বচসা হচ্ছে না। আগে ১৬ টাকার ভাড়া ২০ টাকা, ৩৫ টাকার ভাড়া ৪০ টাকা দিতে হতো। এখন আর এই ঝামেলা নেই।
যাত্রীরা বলছেন, তাঁরা যে পর্যন্ত ভ্রমণ করছেন, ঠিক সে পর্যন্তই ভাড়া রাখা হচ্ছে। এ ব্যবস্থা সব পরিবহনে চালু হলে কমবে ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়।
মিরপুর ১০ থেকে রাজধানী পরিবহনের এক যাত্রী জানান, আগে ভাড়া নিয়ে অনেক সমস্যা ছিল। একেক দিন একেক ভাড়া চাইত। এখন একটি নির্দিষ্ট ভাড়া নিচ্ছে। গাড়ির ভেতরে ভাড়া নিয়ে দ্বন্দ্বও কমেছে। সব বাসে এমন হলে শান্তি লাগবে।
এদিকে যেসব বাসে ই-টিকিট চালু করেনি, সেগুলোতে আগের নিয়মেই ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। মিরপুর-১০ নম্বরে বিহঙ্গ বাসের যাত্রী হানিফ বলেন, ‘শুনেছি সব বাসে ই-টিকিট হবে। কিন্তু হাতে গোনা কয়েকটা বাসেই তা দেখলাম। আগের নিয়মেই ভাড়া নিচ্ছে আমাদের কাছে।’
বাসের চালক ও সহকারীরা বলছেন, আজ থেকে চালু হওয়ার কথা থাকলেও পজ মেশিন না পাওয়ায় তাঁরা ই-টিকিট চালু করতে পারেননি। তবে কাল বা পরশু থেকেই তাঁরা চালু করবেন।
সেফটি বাসের চালকের সহকারী তসলিম বলেন, মালিকের ১২টি বাস আছে। কিন্তু তিনি পজ মেশিন পেয়েছেন চারটি মাত্র। তাই সব বাসে দিতে পারেননি। তবে কাল বা পরশু সব বাসেই পজ মেশিন দেবেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ‘অধিকাংশ বাসেই ই-টিকিট চালু হয়েছে। তবে পজ মেশিন ব্যবহার করার পর্যাপ্ত দক্ষ লোকের অভাবে কয়েকটি বাস এখনো এটি শুরু করতে পারেনি। তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা দ্রুত চালু করবে বলে আমাদের জানিয়েছে। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি মিরপুর রুটের সব পরিবহনেই ই-টিকিটিং চালুর ঘোষণা দিয়েছিলেন।
রাজধানীর মিরপুরে ৩০ কোম্পানির বাসে আজ থেকে শুরু হওয়ার কথা ছিল ই-টিকিট সেবা। সকাল থেকেই কয়েকটি বাসে এই সেবা চালু হলেও অধিকাংশ বাসেই দেখা যায়নি ই-টিকিটিংয়ের পজ মেশিন। পজ মেশিন না থাকায় সেগুলোতে আগের নিয়মেই ভাড়া আদায় করতে দেখা গেছে। তবে যেসব পরিবহনে ই-টিকিটিং চালু হয়েছে, তার যাত্রী ও পরিবহনশ্রমিক উভয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আজ রোববার সকালে মিরপুর ২ ও ১০ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মিরপুর ২ নম্বর এলাকা থেকে উত্তরায় যাওয়া প্রজাপতি পরিবহনের কয়েকটি গাড়িতে ই-টিকিট কেটে যাচ্ছিলেন যাত্রীরা। একই কোম্পানির কিছু বাস আবার আগের মতোই হাতে হাতে ভাড়া তুলছিল।
সাব্বির আহমেদ নামে ই-টিকিট কাটা প্রজাপতি পরিবহনের এক যাত্রী জানান, ই-টিকিট হওয়াতে এখন আর হেলপার ও কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে বচসা হচ্ছে না। আগে ১৬ টাকার ভাড়া ২০ টাকা, ৩৫ টাকার ভাড়া ৪০ টাকা দিতে হতো। এখন আর এই ঝামেলা নেই।
যাত্রীরা বলছেন, তাঁরা যে পর্যন্ত ভ্রমণ করছেন, ঠিক সে পর্যন্তই ভাড়া রাখা হচ্ছে। এ ব্যবস্থা সব পরিবহনে চালু হলে কমবে ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়।
মিরপুর ১০ থেকে রাজধানী পরিবহনের এক যাত্রী জানান, আগে ভাড়া নিয়ে অনেক সমস্যা ছিল। একেক দিন একেক ভাড়া চাইত। এখন একটি নির্দিষ্ট ভাড়া নিচ্ছে। গাড়ির ভেতরে ভাড়া নিয়ে দ্বন্দ্বও কমেছে। সব বাসে এমন হলে শান্তি লাগবে।
এদিকে যেসব বাসে ই-টিকিট চালু করেনি, সেগুলোতে আগের নিয়মেই ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। মিরপুর-১০ নম্বরে বিহঙ্গ বাসের যাত্রী হানিফ বলেন, ‘শুনেছি সব বাসে ই-টিকিট হবে। কিন্তু হাতে গোনা কয়েকটা বাসেই তা দেখলাম। আগের নিয়মেই ভাড়া নিচ্ছে আমাদের কাছে।’
বাসের চালক ও সহকারীরা বলছেন, আজ থেকে চালু হওয়ার কথা থাকলেও পজ মেশিন না পাওয়ায় তাঁরা ই-টিকিট চালু করতে পারেননি। তবে কাল বা পরশু থেকেই তাঁরা চালু করবেন।
সেফটি বাসের চালকের সহকারী তসলিম বলেন, মালিকের ১২টি বাস আছে। কিন্তু তিনি পজ মেশিন পেয়েছেন চারটি মাত্র। তাই সব বাসে দিতে পারেননি। তবে কাল বা পরশু সব বাসেই পজ মেশিন দেবেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ‘অধিকাংশ বাসেই ই-টিকিট চালু হয়েছে। তবে পজ মেশিন ব্যবহার করার পর্যাপ্ত দক্ষ লোকের অভাবে কয়েকটি বাস এখনো এটি শুরু করতে পারেনি। তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা দ্রুত চালু করবে বলে আমাদের জানিয়েছে। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি মিরপুর রুটের সব পরিবহনেই ই-টিকিটিং চালুর ঘোষণা দিয়েছিলেন।
রাজধানীর বিমানবন্দর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আরমান মির্জা (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পাস করেছেন।
৭ মিনিট আগেবক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে শরীয়তপুর ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপর দিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির...
১৮ মিনিট আগেসাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী শামীমা পারভীন রত্নাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা শহরের পিটিআই মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সুলতানপুর এলাকার বাসিন্দা ও বর্ণমালা একাডেমির পরিচালক।
৩১ মিনিট আগেমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় তার মা ইভা ৮ শতাংশ, ভাই তাওহীদ ১৫ শতাংশ পুড়ে যায়।
৪২ মিনিট আগে