Ajker Patrika

পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া দুই আসামি গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি
পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া দুই আসামি গ্রেপ্তার

শরীয়তপুরে আদালতে হাজিরা শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় পুলিশকে ধাক্কা মেরে মাদক মামলার দুই আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রোববার (১৫ জুন) বেলা ১টার দিকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুই আসামি হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন উকিল উদ্দিন মুন্সীকান্দি গ্রামের হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই উপজেলার পৈলান মোল্লাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ জানায়, কিছুদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ।

আজ রোববার তাঁদের আদালতে হাজির করা হয়।

হাজিরা শেষে আদালত থেকে তাঁদের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ দৌড়ে পালিয়ে যান।

পরে অভিযান চালিয়ে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীকালে সুরুজ মাদবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ দৌড়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে হ্যান্ডকাপসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত