Ajker Patrika

ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফিয়ে পড়ে আহত যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফিয়ে পড়ে আহত যুবকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের সাততলা থেকে লাফিয়ে পরে আহত মো. জহিরুল ইসলাম (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের সাততলার জানালার ফাঁকা দিয়ে লাফিয়ে নিচে চারতলায় পরে গুরুতর আহত হয়েছিল জহিরুল। পরে আহত অবস্থায় আনসার সদস্যরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসা দিয়ে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজকে মারা যান।’

জহিরুল ইসলামের বোন জামাই হুমায়ুন কবির নিলয় আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বারুইহাটি গ্রামে। বাবার নাম মো. আসাদুজ্জামান। ঢাকার ধানমন্ডি জিগাতলা এলাকায় থাকত এবং একটি ওষুধ কোম্পানীতে চাকরি করত।’

তিনি আরও বলেন, কয়েক দিন ধরে জহিরুল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতেই সবার অগোচরে সাততলার জানালার দিয়ে বাইরে লাফিয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত