টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর মোহাম্মদ মামুন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইফতেখার রায়হান একটি জাতীয় দৈনিকের জেলার প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ১২ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মঞ্চে বসলে সংবাদকর্মীরা ছবি সংগ্রহের জন্য মঞ্চের সামনে যায়। এ সময় হঠাৎ পেছন থেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন সাংবাদিক ইফতেখার রায়হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে ইফতেখার রায়হানের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে সাংবাদিক রায়হানকে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পরপরই উপস্থিত সাংবাদিকেরা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিটি মেয়রকে মৌখিকভাবে জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।
ভুক্তভোগী সংবাদকর্মী ইফতেখার রায়হান বলেন, ‘মঞ্চে উপস্থিত অতিথিদের ছবি তুলতে গেলে হঠাৎ করে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ মামুন আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে বলে—সামনে থেকে সরে যা তুই। তোর ছবি তুলতে হবে না। অনুষ্ঠান শেষ হোক, তোকে খায়া ফালামু।’
ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, ‘গত ৮ ডিসেম্বর—টঙ্গীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ। এই শিরোনামে আমার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নুর মোহাম্মদ মামুন ও তার বড় ভাই টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার হাজী মো. সেলিম মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। সম্ভবত ওই প্রতিবেদন প্রকাশের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে মামুন। বিষয়টি টঙ্গী পশ্চিম থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি।’
এদিকে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও প্রাণ নাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মী ও তাদের সংগঠন। গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব, টঙ্গী থানা প্রেস ক্লাব, টঙ্গী প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অন্যদিকে হুমকির বিষয়টি অস্বীকার করে গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ মামুন বলেন, ‘এটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। রাত ৮টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাংবাদিকদের নিয়ে দলিয় কার্যালয়ে বসে এটি সমাধান করা হয়েছে। আমি হত্যার হুমকি দেইনি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকির ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর মোহাম্মদ মামুন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইফতেখার রায়হান একটি জাতীয় দৈনিকের জেলার প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ১২ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মঞ্চে বসলে সংবাদকর্মীরা ছবি সংগ্রহের জন্য মঞ্চের সামনে যায়। এ সময় হঠাৎ পেছন থেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন সাংবাদিক ইফতেখার রায়হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে ইফতেখার রায়হানের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে সাংবাদিক রায়হানকে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পরপরই উপস্থিত সাংবাদিকেরা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিটি মেয়রকে মৌখিকভাবে জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।
ভুক্তভোগী সংবাদকর্মী ইফতেখার রায়হান বলেন, ‘মঞ্চে উপস্থিত অতিথিদের ছবি তুলতে গেলে হঠাৎ করে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ মামুন আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে বলে—সামনে থেকে সরে যা তুই। তোর ছবি তুলতে হবে না। অনুষ্ঠান শেষ হোক, তোকে খায়া ফালামু।’
ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, ‘গত ৮ ডিসেম্বর—টঙ্গীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ। এই শিরোনামে আমার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নুর মোহাম্মদ মামুন ও তার বড় ভাই টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার হাজী মো. সেলিম মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। সম্ভবত ওই প্রতিবেদন প্রকাশের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে মামুন। বিষয়টি টঙ্গী পশ্চিম থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি।’
এদিকে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও প্রাণ নাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মী ও তাদের সংগঠন। গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব, টঙ্গী থানা প্রেস ক্লাব, টঙ্গী প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অন্যদিকে হুমকির বিষয়টি অস্বীকার করে গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ মামুন বলেন, ‘এটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। রাত ৮টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাংবাদিকদের নিয়ে দলিয় কার্যালয়ে বসে এটি সমাধান করা হয়েছে। আমি হত্যার হুমকি দেইনি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকির ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৫ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৫ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে