Ajker Patrika

তানভীরের বাগান ও হাজারি গুড়ে মুগ্ধ সংসদ সদস্য

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ৩৬
তানভীরের বাগান ও হাজারি গুড়ে মুগ্ধ সংসদ সদস্য

মানিকগঞ্জের হরিরামপুরের হাজারি গুড় আর তানভীরের বাগানের লাল কদমসহ নানা ফুল দেখে বিমোহিত হয়েছেন নীলফামারী ৩ আসনের (জলঢাকার) এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল (অব)। গতকাল বৃহস্পতিবার সকালে বাল্লা ইউনিয়নে হাজারি গুড় তৈরি এবং বিকেলে উপজেলার সুলতানপুর গ্রামের ফুলের বাগান দেখতে আসেন তিনি। 

আজকের পত্রিকায় প্রকাশিত তানভীরের বাগানের লাল কদম ও গোলাপি দোলনচাঁপার প্রতিবেদন দেখে হরিরামপুরের লাল কদম সম্পর্কে জানেন তিনি। 

এটা ওনার ব্যক্তিগত সফর বলে জানান বাগান মালিক তরুণ উদ্যোক্তা তানভীর। 

হরিরামপুরে তৈরি করা হাজারি গুড়এ সময় এমপি রানা বলেন, ইউটিউবে হাজারি গুড় সম্পর্কে ভিডিও দেখেছি। পরে আজ হরিরামপুরের ঝিটকা এলাকায় হাজারি গুড় তৈরি দেখেছি। মুড়ি আর হাজারি গুড় খেয়েছি। পত্রিকায় ব্যতিক্রমী লাল কদম সম্পর্কে জেনে লাল কদম দেখতে এসেছি। 

এমপি আরও বলেন, উদ্যোক্তা হিসেবে তানভীর আহমেদের রয়েছে দেশজুড়ে জনপ্রিয়তা। মেধাবী তানভীর তরুণ উদ্যোক্তাদের জন্য আইকন। বাগান দেখে বিমোহিত হয়েছি। 

বাগান মালিক তানভীর আহমেদ বলেন, এটা রানা মোহাম্মদ সোহেল এমপির সম্পূর্ণ ব্যক্তিগত সফর। এ জন্য করোনার এই সময়ে নিভৃতেই বাগানে এসেছেন। তিনি বৃক্ষপ্রেমী একজন মানুষ। ফল গাছের প্রতি তাঁর ভিন্ন রকমের ভালোবাসা রয়েছে। পৃথিবীর দুর্লভ গাছ দেখে উনি সত্যিই বিমোহিত। আশা করি বাগানটি সাজাতে পারব। উনি প্রায় দুই ঘণ্টা বাগানে অবস্থান করেছেন বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত