গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস কর্মী মো. শহিদুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার চন্দ্রাখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার পকেটে থাকা জন্মসনদ ও প্রতিষ্ঠানের পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত গার্মেন্টস কর্মী একাই মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফেরি থেকে নেমে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে আসলে তাঁর পেছনে থাকা একই মুখী পণ্যবাহী ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাকার নিচে পরে মোটরসাইকেলটি ছিটকে বাইরে চলে গেলেও গার্মেন্টস কর্মী ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুর রহমানসহ আরও ৫ জন মরদেহটিকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার করে আহলাদিপুর হাইওয়ে থানায় পাঠায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেটিকে আহলাদিপুর হাইওয়ে থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস কর্মী মো. শহিদুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার চন্দ্রাখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার পকেটে থাকা জন্মসনদ ও প্রতিষ্ঠানের পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত গার্মেন্টস কর্মী একাই মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফেরি থেকে নেমে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে আসলে তাঁর পেছনে থাকা একই মুখী পণ্যবাহী ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাকার নিচে পরে মোটরসাইকেলটি ছিটকে বাইরে চলে গেলেও গার্মেন্টস কর্মী ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুর রহমানসহ আরও ৫ জন মরদেহটিকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার করে আহলাদিপুর হাইওয়ে থানায় পাঠায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেটিকে আহলাদিপুর হাইওয়ে থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৭ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৭ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে