উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
দক্ষিণখানের হলানের ওই গার্মেন্টসটিতে মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত এ ভাঙচুর চালায় কর্মরত প্রায় ৫-৬ হাজার শ্রমিক। ওই গার্মেন্টসটির মালিক হলেন ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। কিন্তু আমাদের বেতনের টাকা দিলেও ওভারটাইমের টাকা চার ভাগের এক ভাগও দেয়নি। যার কারণে আমরা গার্মেন্টসের সামনে অবস্থান করে ম্যানেজারকে অবরোধ করে রাখা হয়েছিল। পরে মালিক কর্তৃপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের ৬/৭ জন শ্রমিক দক্ষিণখানের কেসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা আজকের পত্রিকাকে বলেন, ‘ওভারটাইমের টাকার জন্য শ্রমিকেরা নিপা গার্মেন্টস ভাঙচুর করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।’
অপরদিকে দক্ষিণখান পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান মাসে শ্রমিকেরা ইফতারের জন্য বাসায় চলে যায়। সন্ধ্যা ৭টায় এসে পুনরায় কাজে যোগ দেন। ইফতারের বাসায় যাওয়ার পর শ্রমিকেরা মোবাইলে বেতনের মেসেজ পান। মেসেজে তারা দেখেন, তাদের ওভারটাইমের টাকা অনেক কম দেওয়া হয়েছে।’
এসআই সোহেল রানা আরও বলেন, পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকেরা এসে গার্মেন্টসে জড়ো হোন। তারপর তারা বাকি টাকার জন্য বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা গার্মেন্টসের ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে গার্মেন্টস ভাঙচুর করেন।
শ্রমিক আহতের বিষয়ে জানতে চাইলে এসআই সোহেল রানা বলেন, ‘বিক্ষোভের একপর্যায়ে একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে যান। তখন শ্রমিকেরা মনে করেছিল, মালিক কর্তৃপক্ষের লোক হামলা চালিয়েছে। পরে শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে গার্মেন্টসের ভেতরে থাকা গাড়ি ও ইট-পাটকেল নিক্ষেপ করে গার্মেন্টস ভাঙচুর করেছে। সেই সঙ্গে গার্মেন্টসের একটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেও ভাঙচুর করেছে।’
তিনি রাত ১২টায় আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। কাল (বুধবার) সকাল ৮টার দিকে মালিক ও শ্রমিক পক্ষ বসে এর ফয়সালার সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্রমিকদের ইট পাটকেলের আঘাতে তারা নিজেরাই আহত হয়েছেন। গার্মেন্টসটি বন্ধ রয়েছে। সারা রাত পুলিশ প্রহরায় থাকবে।’
নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. খসরু চৌধুরী পলাতক থাকায় এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। মধ্য রাতে গার্মেন্টসটিতে গিয়েও কর্তৃপক্ষকে পাওয়া যায়নি।
রাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
দক্ষিণখানের হলানের ওই গার্মেন্টসটিতে মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত এ ভাঙচুর চালায় কর্মরত প্রায় ৫-৬ হাজার শ্রমিক। ওই গার্মেন্টসটির মালিক হলেন ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। কিন্তু আমাদের বেতনের টাকা দিলেও ওভারটাইমের টাকা চার ভাগের এক ভাগও দেয়নি। যার কারণে আমরা গার্মেন্টসের সামনে অবস্থান করে ম্যানেজারকে অবরোধ করে রাখা হয়েছিল। পরে মালিক কর্তৃপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের ৬/৭ জন শ্রমিক দক্ষিণখানের কেসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা আজকের পত্রিকাকে বলেন, ‘ওভারটাইমের টাকার জন্য শ্রমিকেরা নিপা গার্মেন্টস ভাঙচুর করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।’
অপরদিকে দক্ষিণখান পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান মাসে শ্রমিকেরা ইফতারের জন্য বাসায় চলে যায়। সন্ধ্যা ৭টায় এসে পুনরায় কাজে যোগ দেন। ইফতারের বাসায় যাওয়ার পর শ্রমিকেরা মোবাইলে বেতনের মেসেজ পান। মেসেজে তারা দেখেন, তাদের ওভারটাইমের টাকা অনেক কম দেওয়া হয়েছে।’
এসআই সোহেল রানা আরও বলেন, পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকেরা এসে গার্মেন্টসে জড়ো হোন। তারপর তারা বাকি টাকার জন্য বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা গার্মেন্টসের ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে গার্মেন্টস ভাঙচুর করেন।
শ্রমিক আহতের বিষয়ে জানতে চাইলে এসআই সোহেল রানা বলেন, ‘বিক্ষোভের একপর্যায়ে একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে যান। তখন শ্রমিকেরা মনে করেছিল, মালিক কর্তৃপক্ষের লোক হামলা চালিয়েছে। পরে শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে গার্মেন্টসের ভেতরে থাকা গাড়ি ও ইট-পাটকেল নিক্ষেপ করে গার্মেন্টস ভাঙচুর করেছে। সেই সঙ্গে গার্মেন্টসের একটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেও ভাঙচুর করেছে।’
তিনি রাত ১২টায় আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। কাল (বুধবার) সকাল ৮টার দিকে মালিক ও শ্রমিক পক্ষ বসে এর ফয়সালার সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্রমিকদের ইট পাটকেলের আঘাতে তারা নিজেরাই আহত হয়েছেন। গার্মেন্টসটি বন্ধ রয়েছে। সারা রাত পুলিশ প্রহরায় থাকবে।’
নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. খসরু চৌধুরী পলাতক থাকায় এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। মধ্য রাতে গার্মেন্টসটিতে গিয়েও কর্তৃপক্ষকে পাওয়া যায়নি।
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
২ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
২ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে