নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া। ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা।’ বলছিলেন ঢাকা নিউ সুপার মার্কেটের কর্মচারী মো. সুমন। তিনি কয়েকবার মার্কেটের দোতলার ভেতরে গিয়ে মালামাল বের করার চেষ্টা করেছেন।
সদ্য দেখে আসা দোতলার ভয়াবহ অবস্থার কথা বলতে গিয়ে বারবার থামছিলেন সুমন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ‘দোতলায় আমার মহাজনের দুইটা দোকান। একটার নাম আয়েশা ফ্যাশন, আরেকটার নাম লেডিস স্টাইল টু। দুই দোকানেই নারীদের ওয়ান পিস বিক্রি করা হয়।’
সুমন বলেন, ‘যা মালামাল তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
তার পরেই আক্ষেপ করে বললেন, ‘আর কয়ডা দিন পরেই চানরাইত (চাঁদরাত)। বেচাকেনাডা তো তহনই হইব। গতকাইল রাইতে মেলা কাস্টমার আছিল। আইজও হইতো ৷ গত রাইতে একটা পর্যন্ত দোকানদারি করছি। কীসে থাইকা কী হইয়া গেল।’
বনলতা মার্কেটের সামনের রাস্তায়ও মালামাল এনে স্তূপ করে রাখা হচ্ছে ৷ এমন এক স্তূপের সামনে পাহারা দিচ্ছিলেন মোস্তাকিম দেওয়ান। রাপা ফ্যাশন ও সামিয়া ফ্যাশন নামে তাঁর ভাইয়ের দুটি দোকান দোতলায় ৷ দুটিতেই বাচ্চাদের কাপড় বিক্রি করা হতো। এক দোকান থেকে কিছু মালামাল বের করতে পারলেও অন্য দোকানের কাছেই যেতে পারেননি তাঁরা। মোস্তাকিম বলেন, ‘সামিয়া ফ্যাশন থেকে কিছু কাপড় বের করতে পারলেও রাপা ফ্যাশন নামের দোকান থেকে কিছুই বের করা গেল না। ভেতরে এখন কী অবস্থা বলতে পারছি না।’
তৃতীয় তলায় বাইনর নামে একটি দোকানের মালিককে উদ্ধার করা সামান্য কিছু মালামালের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলতে বলতে কাঁদতে দেখা গেল। আবুল কালাম নামের এই দোকানি তাঁর স্বজনদের বলছিলেন, ‘কইতে গেলে কিছুই বাইর করবার পারি নাই। সব শ্যাষ। চিন্তা কইরা আর কী হইব। আমার মতো সবডিরই একই অবস্থা। দোয়া কইরো আমাগো লাইগা।’
কালামের দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেল, তৃতীয় তলায় দোকানের ওপরেই ছিল তাঁদের গোডাউন। দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করা গেলেও গোডাউনের ধারেকাছেই যেতে পারছে না। কালামের দুশ্চিন্তা মূলত গোডাউন নিয়ে।
আরও পড়ুন:
‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া। ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা।’ বলছিলেন ঢাকা নিউ সুপার মার্কেটের কর্মচারী মো. সুমন। তিনি কয়েকবার মার্কেটের দোতলার ভেতরে গিয়ে মালামাল বের করার চেষ্টা করেছেন।
সদ্য দেখে আসা দোতলার ভয়াবহ অবস্থার কথা বলতে গিয়ে বারবার থামছিলেন সুমন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ‘দোতলায় আমার মহাজনের দুইটা দোকান। একটার নাম আয়েশা ফ্যাশন, আরেকটার নাম লেডিস স্টাইল টু। দুই দোকানেই নারীদের ওয়ান পিস বিক্রি করা হয়।’
সুমন বলেন, ‘যা মালামাল তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
তার পরেই আক্ষেপ করে বললেন, ‘আর কয়ডা দিন পরেই চানরাইত (চাঁদরাত)। বেচাকেনাডা তো তহনই হইব। গতকাইল রাইতে মেলা কাস্টমার আছিল। আইজও হইতো ৷ গত রাইতে একটা পর্যন্ত দোকানদারি করছি। কীসে থাইকা কী হইয়া গেল।’
বনলতা মার্কেটের সামনের রাস্তায়ও মালামাল এনে স্তূপ করে রাখা হচ্ছে ৷ এমন এক স্তূপের সামনে পাহারা দিচ্ছিলেন মোস্তাকিম দেওয়ান। রাপা ফ্যাশন ও সামিয়া ফ্যাশন নামে তাঁর ভাইয়ের দুটি দোকান দোতলায় ৷ দুটিতেই বাচ্চাদের কাপড় বিক্রি করা হতো। এক দোকান থেকে কিছু মালামাল বের করতে পারলেও অন্য দোকানের কাছেই যেতে পারেননি তাঁরা। মোস্তাকিম বলেন, ‘সামিয়া ফ্যাশন থেকে কিছু কাপড় বের করতে পারলেও রাপা ফ্যাশন নামের দোকান থেকে কিছুই বের করা গেল না। ভেতরে এখন কী অবস্থা বলতে পারছি না।’
তৃতীয় তলায় বাইনর নামে একটি দোকানের মালিককে উদ্ধার করা সামান্য কিছু মালামালের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলতে বলতে কাঁদতে দেখা গেল। আবুল কালাম নামের এই দোকানি তাঁর স্বজনদের বলছিলেন, ‘কইতে গেলে কিছুই বাইর করবার পারি নাই। সব শ্যাষ। চিন্তা কইরা আর কী হইব। আমার মতো সবডিরই একই অবস্থা। দোয়া কইরো আমাগো লাইগা।’
কালামের দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেল, তৃতীয় তলায় দোকানের ওপরেই ছিল তাঁদের গোডাউন। দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করা গেলেও গোডাউনের ধারেকাছেই যেতে পারছে না। কালামের দুশ্চিন্তা মূলত গোডাউন নিয়ে।
আরও পড়ুন:
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
২ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
২ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৪ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৫ মিনিট আগে