Ajker Patrika

‘ওসি মনিরুলের বিশাল সম্পদ’ এভাবে চলতে পারে না, বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৪: ৫৩
‘ওসি মনিরুলের বিশাল সম্পদ’ এভাবে চলতে পারে না, বললেন হাইকোর্ট

ঢাকার রমনা থানার ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ এবং বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। আজ বুধবার রিট দায়েরের পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে হাইকোর্ট বলেন, এভাবে চলতে পারে না। এভাবে চলতে দেওয়া যায় না।

আদালত ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার মনোভাবের সঙ্গে আমরা শতভাগ একমত। তবে রমনা থানার ওসির বিষয়ে দুদকে একটি আবেদন করুন। দুদক যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখব।’

এরপর আদালত শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আর ওসির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।

এর আগে ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৮ আগস্ট বিষয়টি হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তখন আদালত ব্যারিস্টার সুমনকে লিখিত আবেদন করতে বলেন। সে অনুযায়ী আজ (বুধবার) রিট করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত