নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ চাঁদ উঠলে শনিবার ঈদ। কর্মব্যস্ত রাজধানী ছেড়ে পরিবার-পরিজনের সঙ্গে উৎসবে মাততে শেষ সময়েও বাড়ির পথ ধরেছেন অনেকেই। তবে অন্যবারের চেয়ে শেষ সময়ে বাড়ি ফেরা মানুষের আনাগোনা অনেকটাই কম বলে মনে করছেন গাবতলী টার্মিনালের দূরপাল্লার বাসের কাউন্টার মাস্টাররা। নেই চিরচেনা যানজট। এর জন্য কোনো গাড়ির শিডিউলও ভাঙেনি। নির্ধারিত সময়েই ছেড়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায় দূরপাল্লার বাস।
সকাল ১০টায় কথা হয় উত্তরবঙ্গগামী রোজিনা পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল কাঈয়ুমের সঙ্গে। তিনি বলেন, ‘শেষ সময়ে প্রতিবার যে যাত্রীর চাপ থাকে, এবার তেমন নেই। যাত্রী খুব কম। গতবারও যাত্রীদের চাপে দম ফেলার অবস্থা ছিল না এ সময়। কিন্তু দেখেন, এখন আমরা আরামসে বসে আছি।’
কথা হয় হানিফ এন্টারপ্রাইজ ও সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টারদের সঙ্গে। কোনো গাড়ির শিডিউল ফেঁসেছে কি না, জানতে চাইলে তারা জানান, সকালের প্রতিটি গাড়িই নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে গেছে। কোনো গাড়িরই শিডিউল ফাঁসেনি।
গত কয়েকবারের তুলনায় এবার শেষ সময়ে যাত্রী কম হলেও একেবারেই ফাঁকা না গাবতলী টার্মিনাল। সকালে টার্মিনাল ঘুরে দেখা গেছে, আগে থেকেই টিকিট করে রাখা যাত্রীদের উপস্থিতি যেমন আছে, তেমনি কাউন্টারে এসে টিকিট খুঁজছেন এমন যাত্রীও আছে। রোজিনা কাউন্টারে এসে রংপুরের টিকিট খুঁজছিলেন আরমান ও সোয়েব ৷ তাঁদের সঙ্গে কথা হলে বলেন, ‘যাব কি যাব না করে টিকিট করা হয়েছিল না আগে। কাল রাতে মনে হলো চলে যাই। সকালেই বেরিয়ে পড়েছি। তুলনামূলক ভালো গাড়ির টিকিট পাচ্ছি না। কয়েকটা কাউন্টার ঘুরলাম। যেসব গাড়ির টিকিট পাচ্ছি, সেগুলো আবার কোয়ালিটির তুলনায় টিকিটের দাম বেশি।
স্ত্রীকে সঙ্গে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ যাবেন আয়নাল মিয়া। ১১টা ৪৫ মিনিটে তাঁদের গাড়ি ৷ তিনি বলেন, রাস্তা ফাঁকা থাকায় এবার তেমন ভোগান্তি হচ্ছে না। আমরা একটু সকাল সকাল আসছি। ভালো গাড়ির সিট পেয়েছি। বাকিটা রওনা দিলে রাস্তায় বোঝা যাবে।
আজ চাঁদ উঠলে শনিবার ঈদ। কর্মব্যস্ত রাজধানী ছেড়ে পরিবার-পরিজনের সঙ্গে উৎসবে মাততে শেষ সময়েও বাড়ির পথ ধরেছেন অনেকেই। তবে অন্যবারের চেয়ে শেষ সময়ে বাড়ি ফেরা মানুষের আনাগোনা অনেকটাই কম বলে মনে করছেন গাবতলী টার্মিনালের দূরপাল্লার বাসের কাউন্টার মাস্টাররা। নেই চিরচেনা যানজট। এর জন্য কোনো গাড়ির শিডিউলও ভাঙেনি। নির্ধারিত সময়েই ছেড়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায় দূরপাল্লার বাস।
সকাল ১০টায় কথা হয় উত্তরবঙ্গগামী রোজিনা পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল কাঈয়ুমের সঙ্গে। তিনি বলেন, ‘শেষ সময়ে প্রতিবার যে যাত্রীর চাপ থাকে, এবার তেমন নেই। যাত্রী খুব কম। গতবারও যাত্রীদের চাপে দম ফেলার অবস্থা ছিল না এ সময়। কিন্তু দেখেন, এখন আমরা আরামসে বসে আছি।’
কথা হয় হানিফ এন্টারপ্রাইজ ও সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টারদের সঙ্গে। কোনো গাড়ির শিডিউল ফেঁসেছে কি না, জানতে চাইলে তারা জানান, সকালের প্রতিটি গাড়িই নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে গেছে। কোনো গাড়িরই শিডিউল ফাঁসেনি।
গত কয়েকবারের তুলনায় এবার শেষ সময়ে যাত্রী কম হলেও একেবারেই ফাঁকা না গাবতলী টার্মিনাল। সকালে টার্মিনাল ঘুরে দেখা গেছে, আগে থেকেই টিকিট করে রাখা যাত্রীদের উপস্থিতি যেমন আছে, তেমনি কাউন্টারে এসে টিকিট খুঁজছেন এমন যাত্রীও আছে। রোজিনা কাউন্টারে এসে রংপুরের টিকিট খুঁজছিলেন আরমান ও সোয়েব ৷ তাঁদের সঙ্গে কথা হলে বলেন, ‘যাব কি যাব না করে টিকিট করা হয়েছিল না আগে। কাল রাতে মনে হলো চলে যাই। সকালেই বেরিয়ে পড়েছি। তুলনামূলক ভালো গাড়ির টিকিট পাচ্ছি না। কয়েকটা কাউন্টার ঘুরলাম। যেসব গাড়ির টিকিট পাচ্ছি, সেগুলো আবার কোয়ালিটির তুলনায় টিকিটের দাম বেশি।
স্ত্রীকে সঙ্গে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ যাবেন আয়নাল মিয়া। ১১টা ৪৫ মিনিটে তাঁদের গাড়ি ৷ তিনি বলেন, রাস্তা ফাঁকা থাকায় এবার তেমন ভোগান্তি হচ্ছে না। আমরা একটু সকাল সকাল আসছি। ভালো গাড়ির সিট পেয়েছি। বাকিটা রওনা দিলে রাস্তায় বোঝা যাবে।
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
৩ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৬ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
১৭ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
১৯ মিনিট আগে