Ajker Patrika

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

জবি সংবাদদাতা 
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৭: ২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। 

উপাচার্য সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছোট হওয়ায় অভ্যন্তরে মোটরসাইকেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, অভ্যন্তরে মোটরসাইকেল চালানো হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে নির্দিষ্ট স্থানে মোটরসাইকেল পার্কিং করে হেঁটে নিজ নিজ বিভাগে যাবে। 

এর আগে, ক্যাম্পাসে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর ফলে অনেকে দুর্ঘটনার শিকার হন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্কও কাজ করছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত