Ajker Patrika

জুতা ছোড়ার ঘটনা ঘটেনি, ফেসবুকে মিথ্যাচার: স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২০: ১৮
জুতা ছোড়ার ঘটনা ঘটেনি, ফেসবুকে মিথ্যাচার: স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র

রাজধানীর রমনার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজসংস্কার সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মারুফ হাসান।

এ ঘটনায় করা এক ফেসবুক পোস্টের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় ২৫-২৬ বছর বয়সের এক যুবক স্টেজে উঠে মাননীয় মন্ত্রীকে উদ্দেশ করে শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে বিচারের ভঙ্গিতে বলতে থাকেন, “মহাজাতক শহীদ আল বোখারী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাইকে বিভ্রান্ত করছেন।” যখন আয়োজক ও পুলিশ তাঁকে সরিয়ে নিচ্ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী যুবকের কথা শুনতে আগ্রহ প্রকাশ করেন।’ 

অপু আরও বলেন, ‘তখন আমি সেই যুবককে নাম ও পরিচয় জিজ্ঞেস করলে সে নিজের নাম “সত্য” বলে পরিচয় দেয়। এরপর সে কী বলতে চায় তাকে বলতে বলি। তখন সে পুনরায় শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে একই কথা পুনরাবৃত্তি করে। তারপর আয়োজকবৃন্দ এবং পুলিশ তাকে সরিয়ে নিলে মাননীয় মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেন। সমস্ত ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। এখানে জুতা মারার মতো কোনো ঘটনা ঘটেনি। এ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এক কুচক্রী তাঁর ফেসবুকে মিথ্যাচার করে যাচ্ছেন, যা অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক।’

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে মারুফ হাসান নামে এক যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে আটক করেছেন। পরবর্তীকালে তাঁকে রমনা থানায় নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত