Ajker Patrika

নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি ছাত্রলীগের ‘গণতন্ত্রের বিজয় মিছিল’ 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭: ০৯
নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি ছাত্রলীগের ‘গণতন্ত্রের বিজয় মিছিল’ 

একাদশ জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণতন্ত্রের বিজয় মিছিল’ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘বিএনপি জোট সরকারের সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু এখন সারা বিশ্বের রোল মডেল বাংলাদেশ। আজকে শেখ হাসিনার উন্নয়ন দেখে একটি পক্ষের ঘুম হারাম হয়ে গিয়েছে। সেই ফখরুলরা বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে খারাপ কথা বলে। এই আওয়ামী লীগকে নিয়ে যদি আপনারা খারাপ কথা বলেন, দেশের অগ্রযাত্রার পথে যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশ ছাত্রলীগ একাই যথেষ্ট দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য।’ 

আল নাহিয়ান খান আরও বলেন, ‘অনেক ধরনের সুশীলদের কথা আমরা শুনতে পাই, যাঁরা রাতে টক শোর মাধ্যমে সরকার উৎখাত করার যে নীলনকশা প্রণয়ন করে তাঁদের উদ্দেশে বলতে চাই “আরামে তো আছেন, ঘুমান”। একটা সময় এদেশের মানুষের বাসায় বাসায় গিয়ে হত্যা করা হতো, কিন্তু এখন মানুষ রাত-বিরাতে নির্বিঘ্নে ঘুরতে পারে।’ 

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। 

লেখক ভট্টাচার্য বলেন, ‘সেদিন শেখ হাসিনার বিজয় না হলে সন্ত্রাস, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধীরা জয়ী হতো। শেখ হাসিনার জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। তাই দিনটিকে আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদ্‌যাপন করছি।’ 

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, হল শাখা, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ, হোম ইকোনমিকস শাখাসহ রাজধানীর বিভিন্ন সাংগঠনিক ইউনিটের বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাঁকে

শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই ও সালাম এয়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত