Ajker Patrika

ঈশিতা ও তাঁর সহযোগী আরও দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈশিতা ও তাঁর সহযোগী আরও দুই দিনের রিমান্ডে

বহুমুখী প্রতারক ডা. ইশরাত রফিক ঈশিতা ও তাঁর সহযোগী শহিদুল ইসলাম দিদারকে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ ঢাকার মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। 

বিকেলের দিকে দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগে দায়ের করা দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ও একই সঙ্গে পাঁচ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ২ আগস্ট দুই মামলায় দুজনকে ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়। 

এর আগে গত ১ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটের সময় র‍্যাব-৪ এর একটি দল মিরপুর-১ নম্বর গোল চত্বরের উত্তর পাশে মুক্তবাংলা মার্কেটের সামনে ফুট ওভারব্রিজের নিচ থেকে এই দুই জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল বিদেশি মদ এবং মিথ্যা সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণা করা বিভিন্ন দলিলপত্র ও সনদপত্র উদ্ধার করা হয়। 

এ ঘটনায় র‍্যাবের উপসহকারী পরিচালক (পুলিশ পরিদর্শক) আমির আলী শাহ আলী থানায় পৃথক দুটি মামলা করেন। পরে অনলাইনে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করে র‍্যাব। 

মামলায় বলা হয়, ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগী দিদারকে গ্রেপ্তারের পর তাঁরা ইয়াবা ও বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন। একই সঙ্গে কখনো সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, কখনো চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ পরিচয় দেওয়া, কখনো বিভিন্ন সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, কখনো সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, জাল-জালিয়াতির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সনদ অর্জন করা এবং এর মাধ্যমে প্রতারণা করে অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত