Ajker Patrika

সাড়ে চার শ মোবাইল ফোনসহ গ্রেপ্তার ৫ 

সাড়ে চার শ মোবাইল ফোনসহ গ্রেপ্তার ৫ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৫৫টি মোবাইল ফোনসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন—মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বনগ্রাম এলাকার মো. জাহাঙ্গীর, কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর এলাকার মো. সাজু মণ্ডল, শরীয়তপুরের নড়িয়ার চাকদহর এলাকার মো. জাকির হোসেন, চাঁদপুর সদরের গুলিশা এলাকার মো. রাসেল মিঠু এবং চাঁদপুরের মতলবের মান্দারতলা এলাকার মোক্তার হোসেন। 

শুক্রবার র‍্যাব-৩ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর বলেন, ‘এই ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে নিরীহ পথচারী, রিকশারোহী ও বাসস্ট্যান্ডে আগত যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। ছিনতাইকৃত মোবাইল তাঁরা নিজেদের নিকট রেখে দিয়ে পরে সুযোগ বুঝে তা বিক্রি করত।’ 

সহকারী পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা তাঁদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে র‍্যাব-৩ এর পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত