কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া এলাকায় টাকা লেনদেনের ঘটনায় ছুরিকাঘাতে হাসান (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। হাসান চকবাজারে একটি দোকানের কর্মচারী ছিল।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলামোড়ায় একটি সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. রুবেল জানান, হাসান চকবাজারে একটি দোকানে কাজ করত। একই এলাকার আরেক বন্ধু আজাদের কাছ থেকে ১০-১২ দিন আগে ২ হাজার টাকা ধার নেয় হাসান। এর মধ্যে ১ হাজার টাকা পরিশোধ করে। আরও ১ হাজার টাকা পায় আজাদ। এই টাকা নিয়ে দুজনের মধ্যে মোবাইলে ঝগড়া হয়।
রুবেল আরও জানান, আজকে সন্ধ্যার দিকে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। পথে খোলামোড়া বঙ্গবন্ধু রোডে এলে আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাঁ পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাবা মো. হালিম বলেন, কেরানীগঞ্জ খোলামোড়া মুসলিমনগরে তাঁদের নিজেদের বাড়ি। হাসান চকবাজারের একটি দোকানে কাজ করত। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সন্ধ্যার দিকে জানতে পারি, কেবা কারা হাসানকে ছুরিকাঘাত করেছে। দ্রুত সেখানে গিয়ে হাসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া এলাকায় টাকা লেনদেনের ঘটনায় ছুরিকাঘাতে হাসান (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। হাসান চকবাজারে একটি দোকানের কর্মচারী ছিল।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলামোড়ায় একটি সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. রুবেল জানান, হাসান চকবাজারে একটি দোকানে কাজ করত। একই এলাকার আরেক বন্ধু আজাদের কাছ থেকে ১০-১২ দিন আগে ২ হাজার টাকা ধার নেয় হাসান। এর মধ্যে ১ হাজার টাকা পরিশোধ করে। আরও ১ হাজার টাকা পায় আজাদ। এই টাকা নিয়ে দুজনের মধ্যে মোবাইলে ঝগড়া হয়।
রুবেল আরও জানান, আজকে সন্ধ্যার দিকে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। পথে খোলামোড়া বঙ্গবন্ধু রোডে এলে আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাঁ পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাবা মো. হালিম বলেন, কেরানীগঞ্জ খোলামোড়া মুসলিমনগরে তাঁদের নিজেদের বাড়ি। হাসান চকবাজারের একটি দোকানে কাজ করত। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সন্ধ্যার দিকে জানতে পারি, কেবা কারা হাসানকে ছুরিকাঘাত করেছে। দ্রুত সেখানে গিয়ে হাসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দোচালা টিনের ঘর। ঘরের চারপাশে কোমরপানি। কালচে রং ধারণ করা সেই পানিতে ভাসছে ছোট-বড় শেওলা। পানি ঢুকেছে রান্নাঘর, গোয়ালঘর, বসতঘরসহ সবখানে। সড়ক থেকে বাড়িতে যাওয়ার একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো।
২৩ মিনিট আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংককে লিখিত আদেশ দিয়েছে, যাতে তারা বিদ্যমান আইন ও বিধিমালা মেনে পরীক্ষার আয়োজন করে। এই আদেশের ফলে ব্যাংকের...
৪ ঘণ্টা আগেরাজধানীর তুরাগ থেকে নিখোঁজ কে এম মামুনুর রশীদকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাঁকে উদ্ধারের পর নিখোঁজ ঘটনাকে ঘিরে তাঁর...
৪ ঘণ্টা আগেনাটকের শুটিংয়ের কথা বলে এক মডেলকে গাজীপুরের শ্রীপুরে রিসোর্টে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী। মামলায় নাটকের পরিচালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
৫ ঘণ্টা আগে