অনলাইন ডেস্ক
২০১৮ সালের নভেম্বরে গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করা এবং পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ বিএনপি ও জামায়াতের ১২১ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক তাদের অব্যাহতি দেন।
এর আগে আসামিদের পক্ষে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাদের আইনজীবীরা। আইনজীবীরা আবেদনে বলেছেন, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও অস্পষ্ট। তা ছাড়া তাদের হয়রানির জন্য মামলায় জড়ানো হয়েছে।
উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আবেদন মঞ্জুর করে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেন। আসামি পক্ষের আইনবীবী চৈতন্য চন্দ্র হালদার ১২১ জনকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার আগে ২০১৮ সালের ৩১ নভেম্বর রাজধানীর রমনা এলাকার সেগুনবাগিচায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের একদল নেতাকর্মী জড়ো হন ও বেআইনি সমাবেশ করেন।
একপর্যায়ে পুলিশ সমাবেশে বাধা দেয়। লোকজন যানবাহন ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেয় যাতে তিন পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনায় উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে হাবিবসহ ৯৮ জনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করেন।
তদন্তের পর পুলিশ একই বছরের ১৭ ডিসেম্বর হাবিবসহ ১২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
২০১৮ সালের নভেম্বরে গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করা এবং পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ বিএনপি ও জামায়াতের ১২১ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক তাদের অব্যাহতি দেন।
এর আগে আসামিদের পক্ষে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাদের আইনজীবীরা। আইনজীবীরা আবেদনে বলেছেন, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও অস্পষ্ট। তা ছাড়া তাদের হয়রানির জন্য মামলায় জড়ানো হয়েছে।
উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আবেদন মঞ্জুর করে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেন। আসামি পক্ষের আইনবীবী চৈতন্য চন্দ্র হালদার ১২১ জনকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার আগে ২০১৮ সালের ৩১ নভেম্বর রাজধানীর রমনা এলাকার সেগুনবাগিচায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের একদল নেতাকর্মী জড়ো হন ও বেআইনি সমাবেশ করেন।
একপর্যায়ে পুলিশ সমাবেশে বাধা দেয়। লোকজন যানবাহন ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেয় যাতে তিন পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনায় উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে হাবিবসহ ৯৮ জনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করেন।
তদন্তের পর পুলিশ একই বছরের ১৭ ডিসেম্বর হাবিবসহ ১২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
১৬ মিনিট আগেগাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। তিনি দুর্বাটির মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।
২৮ মিনিট আগেঝিনাইদহ সদরের দিঘিরপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের সমসের আলী মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।
৩৮ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
৪২ মিনিট আগে