Ajker Patrika

সাভার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রতিনিধি, সাভার
সাভার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সাভারের আড়াপাড়া থেকে রাজা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত রাজা ওই এলাকার বাবু লালের ছেলে। সে ওই এলাকার সরোয়ার ভান্ডারির বাড়িতে ভাড়া থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

প্রত্যক্ষদর্শী নেপাল দাশ বলেন, আমি সরোয়ার ভান্ডারির বাড়ির পাশের একটি পরিত্যক্ত দেয়ালের পাশ দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলাম। এ সময় দেয়ালের সামনে রহস্যজনকভাবে রাজাকে দাঁড়িয়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি তাঁর গলায় রশি আছে। 

নেপাল দাশ আরও বলেন, রাজার দুইপা মাটিতে ছিল এবং দাঁড়ানোর মতো হয়ে ছিল। পরে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে গলার রশি কেটে তাঁকে মাটিতে নামায়। 

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর মৃত্যু নিয়ে একেকজন একেক কথা বলছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যু আসল কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত