উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বিমানবন্দর মহাসড়কে পথচারীদের চাপা দিয়েছে প্রাইভেট কার। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাউলা ইউলুপের প্রায় ১০০ গজ সামনের বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাটির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কাধে ব্যাগ নিয়ে দুই সারিতে সাতজন যুবক রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যেখানে সামনের সারিতে তিনজন ও পেছনের সাড়িতে চারজন। হঠাৎ করেই একটি সাদা রংয়ের প্রাইভেটকার এসে তাঁদের চাপা দেয়। পরবর্তীতে সেখানে থাকা শ্রমিক এসে আহতদের উদ্ধার করেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর মহাসড়কে একটি প্রাইভেটকার পথচারীদের চাপা দিলে তিনজন আহত হোন। আহদের মধ্যে দুজনের পা ভেঙ্গে গেছে এবং একজনের মাথা ফেঁটে গেছে। তাঁদেরকে আশেপাশের লোকজন উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
দুর্ঘটনার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক মোস্তাফিজ বলেন, ‘চালক জানিয়েছেন, প্রাইভেটকারটির চাকা ব্লাস্ট হয়ে এ ঘটনা ঘটেছে।’
দুর্ঘটনায় আহত তিন জনের পরিচয় এবং আটক হওয়া গাড়ি চালকের পরিচয় জানা যায়নি।
রাজধানীর বিমানবন্দর মহাসড়কে পথচারীদের চাপা দিয়েছে প্রাইভেট কার। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাউলা ইউলুপের প্রায় ১০০ গজ সামনের বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাটির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কাধে ব্যাগ নিয়ে দুই সারিতে সাতজন যুবক রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যেখানে সামনের সারিতে তিনজন ও পেছনের সাড়িতে চারজন। হঠাৎ করেই একটি সাদা রংয়ের প্রাইভেটকার এসে তাঁদের চাপা দেয়। পরবর্তীতে সেখানে থাকা শ্রমিক এসে আহতদের উদ্ধার করেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর মহাসড়কে একটি প্রাইভেটকার পথচারীদের চাপা দিলে তিনজন আহত হোন। আহদের মধ্যে দুজনের পা ভেঙ্গে গেছে এবং একজনের মাথা ফেঁটে গেছে। তাঁদেরকে আশেপাশের লোকজন উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
দুর্ঘটনার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক মোস্তাফিজ বলেন, ‘চালক জানিয়েছেন, প্রাইভেটকারটির চাকা ব্লাস্ট হয়ে এ ঘটনা ঘটেছে।’
দুর্ঘটনায় আহত তিন জনের পরিচয় এবং আটক হওয়া গাড়ি চালকের পরিচয় জানা যায়নি।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৮ মিনিট আগে