Ajker Patrika

জাবি সাংবাদিক সমিতির সভাপতি উজ্জল, সম্পাদক ইমরান

জাবি প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৩, ১৭: ০৪
জাবি সাংবাদিক সমিতির সভাপতি উজ্জল, সম্পাদক ইমরান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির সভাপতি পদে আরিফুজ্জামান উজ্জল (ইত্তেফাক) ও ইমরান হোসাইন (মানবজমিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) নির্বাচনের (২০২৩-২৪ সেশন) ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। 

নির্বাচিত অন্য সদস্যরা হলেন-সহসভাপতি শাহাদাত হোসেন (নিউ এইজ), যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব সরদার (জাগো নিউজ ২৪ ডটকম), কোষাধ্যক্ষ মেহেদি মামুন (বণিক বার্তা) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাছির উদ্দিন শিকদার (মানবকণ্ঠ)। 

সদস্য হয়েছেন-আল আমিন হোসাইন রুবেল (চ্যানেল আই অনলাইন), আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ) ও বায়েজিদ হাসান রাকিব (ইনকিলাব)। 

সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন। 

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এ সময় বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত