Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আরেক কাভার্ড ভ্যানের চালক হৃদয় (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হৃদয়ের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতরা হলেন—নাজমুল (৪৫) বাবু (২৩) শারফিন (৬০)।

এসআই শীতল কুমার বলেন, সকালে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে রশীদ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানের তেল শেষ হয়ে যায়। এর চালক হৃদয় কাভার্ড ভ্যানের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে আজিজ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানের চালক দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে হৃদয়ের মৃত্যু হয়। আহত হন আজিজ ট্রান্সপোর্টের চালক নাজমুল, হেলপার শারফিন ও আরেক হেলপার বাবু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত