Ajker Patrika

‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশেরও বেশি: ঢাবি প্রক্টর 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১৫: ১০
‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশেরও বেশি: ঢাবি প্রক্টর 

‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশেরও বেশি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী। পরীক্ষা শেষে শুক্রবার বেলা সাড়ে ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। 

পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৮ শতাংশের বেশি ছিল জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, সে অনুযায়ী খুলনায় ৯৮.৫ শতাংশ, রাজশাহীতে ৯৮.৫ শতাংশ, শাবিপ্রবিতে ৯৭.৪৯ শতাংশ, চবিতে ৯৮.৩৪ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। আরও কিছু তথ্য আমাদের হাতে এখনো আসেনি। সব মিলিয়ে ৯৮ শতাংশের ওপরে উপস্থিতি ছিল বলা যায়।’ 

প্রক্টর আরও বলেন, ‘সফলভাবে আনন্দময় পরিবেশে প্রত্যাশিতভাবে পরীক্ষা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাঁদের সহকর্মীরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মিডিয়া, রাজনৈতিক সংগঠন—সবার সহযোগিতা ছিল। ছাত্রসংগঠন ফুল দিয়েছে, সহায়তা করেছে ৷ অভিভাবকেরাও সহযোগিতা করেছেন ৷ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি ৷ উপস্থিতিও ছিল খুব ভালো। নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত কর্মজীবনে পাঠিয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার, লস্ট রিকভারি প্ল্যান সেটাতে এগিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত