নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যৌতুক দাবি করেছেন—এমন অভিযোগে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বাদীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই কারাদণ্ডাদেশ দেন। কারাদণ্ড পাওয়া বাদী ইসরাত জেরিন খান প্রথমা। তিনি কেরানীগঞ্জের তেঘরিয়ার বাসিন্দা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুল্লাহ আল-মামুন জানান, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ইসরাতকে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ইসরাত জামিনের আবেদন করলে আদালত ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন দেন।
এর আগে গত ২৪ মে এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বাদীর প্রাক্তন স্বামী ফরিদ আহমদকে বেকসুর খালাস দেওয়া হয়। একই সঙ্গে মিথ্যা মামলা করার অভিযোগে কেন বাদীকে শাস্তি দেওয়া হবে না—তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আজ বাদী আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করেন। কিন্তু আদালত জবাবে সন্তুষ্ট না হওয়ায় বাদীকে সাজা দেন।
এর আগে ২০২৩ সালের ৩১ জানুয়ারি প্রাক্তন স্বামী ফরিদ আহমদের বিরুদ্ধে এই মামলা করেন ইসরাত জাহান প্রথমা। মামলায় অভিযোগ করা হয়, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ইসরাত ও ফরিদের বিয়ে হয়। বিয়ের সময় ফরিদকে ১০ লাখ টাকার সোনার গয়না দেওয়া হয় ও আসবাবপত্র কেনার জন্য নগদ ১০ লাখ টাকা দেওয়া হয়। বিয়ের কিছু দিন পরে চাকরিসূত্রে ফরিদ ফ্রান্সে চলে যান। সেখান থেকে অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ইসরাত বিষয়টি তাঁর শ্বশুর আমিনুল হককে জানান। শ্বশুর আমিনুল হক ৫০ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করে বলেন, যৌতুকের টাকা না দিলে তাঁর ছেলে সংসার করবেন না। শ্বশুর তাঁকে মারধরও করেন। ২০২৩ সালের ২০ জানুয়ারি ফরিদ দেশে ফিরে আসেন।
২৫ জানুয়ারি কেরানীগঞ্জের তেঘরিয়ায় ইসরাতের এক খালার বাড়িতে ফরিদ দেখা করেন। ফরিদও তাঁর স্ত্রীকে বলেন ৫০ লাখ টাকা যৌতুক না দিলে তিনি অন্য নারীকে বিয়ে করবেন। ইসরাত টাকা দিতে অস্বীকার করলে তাঁকে তাঁর স্বামীও মারধর করেন। পরে ৩১ জানুয়ারি ইসরাত তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
মামলায় ফরিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য প্রদানে দেখা যায়, ফরিদ যৌতুক দাবির চার বছর আগে স্ত্রীকে তালাক দিয়েছেন। সাক্ষীরাও ইসরাতের পক্ষে সাক্ষ্য দিয়ে অভিযোগ প্রমাণ করতে পারেননি। তাই আদালত ইসরাতকে সাজা দেন।
আদালত আদেশে উল্লেখ করেছেন, মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। তাই ভবিষ্যতে যাতে কেউ মিথ্যা মামলা না করেন বা মিথ্যা মামলা দায়েরে নিরুৎসাহিত করার জন্য বাদীকে সাজা দেওয়া হলো।
যৌতুক দাবি করেছেন—এমন অভিযোগে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বাদীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই কারাদণ্ডাদেশ দেন। কারাদণ্ড পাওয়া বাদী ইসরাত জেরিন খান প্রথমা। তিনি কেরানীগঞ্জের তেঘরিয়ার বাসিন্দা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুল্লাহ আল-মামুন জানান, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ইসরাতকে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ইসরাত জামিনের আবেদন করলে আদালত ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন দেন।
এর আগে গত ২৪ মে এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বাদীর প্রাক্তন স্বামী ফরিদ আহমদকে বেকসুর খালাস দেওয়া হয়। একই সঙ্গে মিথ্যা মামলা করার অভিযোগে কেন বাদীকে শাস্তি দেওয়া হবে না—তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আজ বাদী আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করেন। কিন্তু আদালত জবাবে সন্তুষ্ট না হওয়ায় বাদীকে সাজা দেন।
এর আগে ২০২৩ সালের ৩১ জানুয়ারি প্রাক্তন স্বামী ফরিদ আহমদের বিরুদ্ধে এই মামলা করেন ইসরাত জাহান প্রথমা। মামলায় অভিযোগ করা হয়, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ইসরাত ও ফরিদের বিয়ে হয়। বিয়ের সময় ফরিদকে ১০ লাখ টাকার সোনার গয়না দেওয়া হয় ও আসবাবপত্র কেনার জন্য নগদ ১০ লাখ টাকা দেওয়া হয়। বিয়ের কিছু দিন পরে চাকরিসূত্রে ফরিদ ফ্রান্সে চলে যান। সেখান থেকে অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ইসরাত বিষয়টি তাঁর শ্বশুর আমিনুল হককে জানান। শ্বশুর আমিনুল হক ৫০ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করে বলেন, যৌতুকের টাকা না দিলে তাঁর ছেলে সংসার করবেন না। শ্বশুর তাঁকে মারধরও করেন। ২০২৩ সালের ২০ জানুয়ারি ফরিদ দেশে ফিরে আসেন।
২৫ জানুয়ারি কেরানীগঞ্জের তেঘরিয়ায় ইসরাতের এক খালার বাড়িতে ফরিদ দেখা করেন। ফরিদও তাঁর স্ত্রীকে বলেন ৫০ লাখ টাকা যৌতুক না দিলে তিনি অন্য নারীকে বিয়ে করবেন। ইসরাত টাকা দিতে অস্বীকার করলে তাঁকে তাঁর স্বামীও মারধর করেন। পরে ৩১ জানুয়ারি ইসরাত তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
মামলায় ফরিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য প্রদানে দেখা যায়, ফরিদ যৌতুক দাবির চার বছর আগে স্ত্রীকে তালাক দিয়েছেন। সাক্ষীরাও ইসরাতের পক্ষে সাক্ষ্য দিয়ে অভিযোগ প্রমাণ করতে পারেননি। তাই আদালত ইসরাতকে সাজা দেন।
আদালত আদেশে উল্লেখ করেছেন, মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। তাই ভবিষ্যতে যাতে কেউ মিথ্যা মামলা না করেন বা মিথ্যা মামলা দায়েরে নিরুৎসাহিত করার জন্য বাদীকে সাজা দেওয়া হলো।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে