Ajker Patrika

রাজধানীতে কিশোরীকে ধর্ষণের দায়ে সৎবাবার যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার পাইপাড়া পূর্ব সোনাখালীর ইমরান হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৭)।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর শামসুজ্জামান দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামি আনোয়ার হোসেনকে রায়ের সময় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালে দুই শিশু সন্তানসহ এক নারীকে বিয়ে করেন আনোয়ার হোসেন। বিয়ের পরে তাদের সংসারও আরেক শিশুর জন্ম হয়। তাকে দেখাশোনা করার জন্য আনোয়ার হোসেনের স্ত্রী তার আগের সংসারের বড় মেয়েকে নিয়ে আসেন। আনোয়ার হোসেন ঠিকমতো ভরণপোষণ দিতে না পারায় গৃহ পরিচারিকার কাজ করতেন তার স্ত্রী। স্ত্রীর অনুপস্থিতিতে ২০২২ সালের ৪ আগস্ট ১৩ বছরের ওই কিশোরীকে গলায় ছুরি ধরে ধর্ষণ করেন আনোয়ার হোসেন। পরে এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত