Ajker Patrika

দাবদাহ নিয়ন্ত্রণে ২ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়র আতিকের

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৩, ১৯: ১৫
দাবদাহ নিয়ন্ত্রণে ২ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়র আতিকের

দাবদাহ নিয়ন্ত্রণে আগামী দুই বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন মেয়র মো.আতিকুল ইসলাম। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) যৌথ কার্যক্রম পরিচালনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন আতিক। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা অ্যাড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশনের সহযোগিতায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘অ্যাড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশন বিশ্বের অনেক দেশে তাপমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেসব কার্যক্রম গ্রহণ করলে ঢাকা শহরের তাপমাত্রা কমানো ও সহনশীল রাখা যাবে সেসব বিষয়ে আরশট রকফেলার ফাউন্ডেশন আমাদের বিভিন্নভাবে পরামর্শ ও সহায়তা দিচ্ছে।’ 

মেয়র আরও বলেন, ‘শুধু গাছ লাগিয়ে দিলেই হবে না। গাছগুলো বেড়ে ওঠার জন্য দরকার প্রয়োজনীয় পরিচর্যা। সিটি করপোরেশনের কর্মচারীদের দিয়ে এই বিপুল পরিমাণ গাছ সুন্দর পরিচর্যা সম্ভব নয়। আমি চাই আমাদের প্রতিটি পাড়া-মহল্লা আমাদের সঙ্গে যুক্ত থাকবে। আমি চাইব, সিটি করপোরেশনের প্রত্যেক নাগরিক এই কাজে যুক্ত থাকবেন। সবাই সবার এলাকায় লাগানো গাছটির পরিচর্যা করবেন।’ 

ঢাকা উত্তর সিটি জলবায়ুর স্থিতিস্থাপকতা নির্মাণে কাজ করে যাচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘আপনারা জেনে আনন্দিত হবেন, ঢাকা উত্তর সিটি ব্লুমবার্গ অ্যাওয়ার্ড অর্জন করেছে তাদের সেই কাজের স্বীকৃতিস্বরূপ। বিশ্বে ১০টি শহরকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আমরা এখন পর্যন্ত ঢাকা শহরে ২৪টি পার্ককে উদ্ধার করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কল্যাণপুরে আমরা একটি পার্ক করেছি। তা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এ ছাড়া মিরপুর জল্লাদ খানা চাঁদাবাজ, মাদকাসক্তদের হাত থেকে সংরক্ষণ করে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি।’

মেয়র আরও বলেন, ‘ঢাকায় ৫৮ বছরে সর্বোচ্চ ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছে এ বছর। জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র গরম অনুভূত হচ্ছে। যার ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ সবাই। এটি সাইলেন্ট কিলার। এই তীব্র দাবদাহ আমাদের জীবনের জন্য হুমকি। এই তীব্র দাবদাহের কারণে আমাদের শ্রমিকদের কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে। এক গবেষণায় দেখা যায়, শ্রমিকদের কার্যক্ষমতা হ্রাস হওয়ার কারণে ঢাকা শহর প্রতিবছর ছয় বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ২০৫০ সালের মধ্যে এই ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল এবং আড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের সিনিয়র অ্যাডভাইজার মরিসিও রোডাস ও পরিচালক ক্যাথি বাউম্যান ম্যাকলিওড।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঢাকাসহ গোটা দেশ। তাপমাত্রা বৃদ্ধির পেছনে বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি স্থানীয় কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিএনসিসিকে সর্বাত্মক সহযোগিতা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত