নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পনেরো দিন আগে বদলির প্রজ্ঞাপন হলেও তাঁর জায়গায় নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় দায়িত্ব চালিয়ে আসছিলেন রবিশাল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান। এর আগে গত ১০ আগস্ট প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে তাঁকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মুনিবুর রহমান আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, গত ১০ আগস্ট বদলির আদেশ হলেও ইউএনও হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর কাছেও দায়িত্ব হস্তান্তর করতে পারিনি। ফলে বদলির প্রজ্ঞাপন হলেও ইউএনও হিসেবে দায়িত্ব চালিয়ে আসতে হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেছিলেন, বরিশাল সদরের ইউএনওকে প্রত্যাহার নিয়ে তিনি এখনো কিছু জানেন না। তবে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেছিলেন, বরিশালের ঘটনার পর সদরের ইউএনওকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
৩১তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মুনিবুর ২০২০ সালের ৪ মে থেকে বরিশাল সদরের ইউএনও’র দায়িত্বে আছেন। ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিন বছরের বেশি কোনো কর্মকর্তাকে ওইপদে রাখা না হলেও কতদিন পর প্রত্যাহার করা যায় সে বিষয়ে বাধাধরা কোনো নিয়ম নেই।
বরিশাল সদর উপজেলা চত্বরে পোস্টার অপসারণকে কেন্দ্র করে সরকারদলীয় নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ এবং ইউএনও বাদী হয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়রকে প্রধান আসামি দুটি মামলা করেন। সদর থানার ওসি এবং সদরের ইউএনওকে আসামি করে আরও দুটি মামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে গত রোববার রাতে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের বাসভবনে বৈঠক করে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।
পনেরো দিন আগে বদলির প্রজ্ঞাপন হলেও তাঁর জায়গায় নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় দায়িত্ব চালিয়ে আসছিলেন রবিশাল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান। এর আগে গত ১০ আগস্ট প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে তাঁকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মুনিবুর রহমান আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, গত ১০ আগস্ট বদলির আদেশ হলেও ইউএনও হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর কাছেও দায়িত্ব হস্তান্তর করতে পারিনি। ফলে বদলির প্রজ্ঞাপন হলেও ইউএনও হিসেবে দায়িত্ব চালিয়ে আসতে হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেছিলেন, বরিশাল সদরের ইউএনওকে প্রত্যাহার নিয়ে তিনি এখনো কিছু জানেন না। তবে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেছিলেন, বরিশালের ঘটনার পর সদরের ইউএনওকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
৩১তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মুনিবুর ২০২০ সালের ৪ মে থেকে বরিশাল সদরের ইউএনও’র দায়িত্বে আছেন। ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিন বছরের বেশি কোনো কর্মকর্তাকে ওইপদে রাখা না হলেও কতদিন পর প্রত্যাহার করা যায় সে বিষয়ে বাধাধরা কোনো নিয়ম নেই।
বরিশাল সদর উপজেলা চত্বরে পোস্টার অপসারণকে কেন্দ্র করে সরকারদলীয় নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ এবং ইউএনও বাদী হয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়রকে প্রধান আসামি দুটি মামলা করেন। সদর থানার ওসি এবং সদরের ইউএনওকে আসামি করে আরও দুটি মামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে গত রোববার রাতে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের বাসভবনে বৈঠক করে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।
গাজীপুরের শ্রীপুরে ঘনবসতিপূর্ণ গ্রামের ভেতর বসানো হয়েছে সিসা গলানোর অবৈধ কারখানা। সেখানে পরিত্যক্ত ব্যাটারির অংশগুলো মাটির বড় বড় চুলায় পুড়িয়ে তরল সিসা সংগ্রহ করে জমাট বাঁধানো হয়। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলা...
৩২ মিনিট আগেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরে বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) মসৃণ উড়ালসড়ক সিঙ্গাপুরের সড়কে চলার আমেজ দিলেও নিচের অংশ রয়ে গেছে আগের চেহারায়। খানাখন্দে ভরা নিচের অংশে হেলেদুলে চলে যানবাহন। বেহাল সড়কে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দিন ধরে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২৪ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ৭ জন। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাপ্রার্থীরা।
২ ঘণ্টা আগেহত্যা মামলাটি চলছে ৩৫ বছর ধরে। এর মধ্যে ১৮ বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরে বাদী মারা গেছেন ২০০৯ সালে। রায়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে পরপর আট দফায়। কিন্তু রায় আর হয়নি। ভুক্তভোগীর পরিবারের অপেক্ষার পালাও শেষ হয় না। মামলায় রায়ের তারিখ উল্টে আবার যুক্তিতর্কের দিনক্ষণ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট আদালত।
৩ ঘণ্টা আগে