নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে ঐক্যবদ্ধ ও দলীয়মুক্ত করতে প্যানেল ছাড়া নির্বাচনের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান ‘নির্দলীয় ঐক্যবদ্ধ বার আন্দোলন’ নামে সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্দলীয় ঐক্যবদ্ধ বার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট সুরাইয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব ড. শিব্বির আহমেদ।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দৃঢ় প্রত্যয় আমাদের অনন্য ইতিহাসেরই অংশ। বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থান ছিল উচ্চতার চরম শিখরে। কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। পরস্পরের প্রতি আস্থা হারিয়ে বন্ধু নয়, শত্রুতার গভীরে ডুবে গেছি আমরা। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। ব্যক্তিগত সম্মান এবং পেশাগত মর্যাদা ভূলুণ্ঠিত করে এক অদ্ভুত নেশার পেছনে ছুটছি। কিন্তু বেশির ভাগ আইনজীবী সে জন্য জন্য দায়ী নন, তারা শুধু পরিস্থিতির শিকার।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশ ও জাতির স্বার্থে সুষ্ঠু বিচার ব্যবস্থা পুনর্গঠন এবং বিজ্ঞ আইনজীবীদের মর্যাদা সমুন্নত করার জন্য প্রয়োজন একটি ঐক্যবদ্ধ শক্তিশালী বার। যা গণমুখী আধুনিক বিচার ব্যবস্থার পূর্বশর্ত। কিন্তু বর্তমানে রাজনৈতিক দলের প্রভাবে এই আইনজীবী সমিতি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সদস্যদের মধ্যে পারস্পরিক মর্যাদা ও সম্মানবোধ শূন্যের কোঠায় পৌঁছেছে। এখন আমরা বিচার ব্যবস্থা বা বিচারাঙ্গনের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখতে পারছি না। এমনকি জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে।
ঐক্যবদ্ধভাবে শক্তিশালী বার গঠন করতে দলীয় মনোনয়ন এবং প্যানেলমুক্ত নির্বাচন, স্বাধীন ও স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠন এবং যারা শুধুমাত্র সুপ্রিম কোর্ট বারে নিয়মিত মামলা পরিচালনা করে তাদেরকে ভোটার বানানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে ঐক্যবদ্ধ ও দলীয়মুক্ত করতে প্যানেল ছাড়া নির্বাচনের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান ‘নির্দলীয় ঐক্যবদ্ধ বার আন্দোলন’ নামে সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্দলীয় ঐক্যবদ্ধ বার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট সুরাইয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব ড. শিব্বির আহমেদ।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দৃঢ় প্রত্যয় আমাদের অনন্য ইতিহাসেরই অংশ। বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থান ছিল উচ্চতার চরম শিখরে। কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। পরস্পরের প্রতি আস্থা হারিয়ে বন্ধু নয়, শত্রুতার গভীরে ডুবে গেছি আমরা। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। ব্যক্তিগত সম্মান এবং পেশাগত মর্যাদা ভূলুণ্ঠিত করে এক অদ্ভুত নেশার পেছনে ছুটছি। কিন্তু বেশির ভাগ আইনজীবী সে জন্য জন্য দায়ী নন, তারা শুধু পরিস্থিতির শিকার।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশ ও জাতির স্বার্থে সুষ্ঠু বিচার ব্যবস্থা পুনর্গঠন এবং বিজ্ঞ আইনজীবীদের মর্যাদা সমুন্নত করার জন্য প্রয়োজন একটি ঐক্যবদ্ধ শক্তিশালী বার। যা গণমুখী আধুনিক বিচার ব্যবস্থার পূর্বশর্ত। কিন্তু বর্তমানে রাজনৈতিক দলের প্রভাবে এই আইনজীবী সমিতি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সদস্যদের মধ্যে পারস্পরিক মর্যাদা ও সম্মানবোধ শূন্যের কোঠায় পৌঁছেছে। এখন আমরা বিচার ব্যবস্থা বা বিচারাঙ্গনের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখতে পারছি না। এমনকি জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে।
ঐক্যবদ্ধভাবে শক্তিশালী বার গঠন করতে দলীয় মনোনয়ন এবং প্যানেলমুক্ত নির্বাচন, স্বাধীন ও স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠন এবং যারা শুধুমাত্র সুপ্রিম কোর্ট বারে নিয়মিত মামলা পরিচালনা করে তাদেরকে ভোটার বানানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
চুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
৪ মিনিট আগেগোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেছাত্রদলের কমিটি নিয়ে আবার উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শাখা ছাত্রদলের ৩৭০ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ও ১৭টি হল কমিটিতে শিবির, ছাত্রলীগ ও ছিনতাইকারী রয়েছে বলে অভিযোগ এনে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন ছাত্রদলের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী।
১ ঘণ্টা আগেকুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে ডুবে যায়।
১ ঘণ্টা আগে