নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘টেলিভিশন ও সিসি ক্যামেরায় আমরা সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি দেখেছি। বৃষ্টির কারণে দুটি সেন্টারে একটু বিঘ্ন ঘটেছে। এ কারণে এখনো চূড়ান্ত ফলাফল আমরা পাইনি।’
স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই স্বচ্ছ ছিলাম। সংবাদকর্মীরা যাতে অবাধে কাজ করতে পারেন সে জন্য আমরা তাঁদের কার্ড করে দিয়েছি। যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’ নির্বিঘ্নে ভোট শেষ হওয়াকে সফলতার চোখে দেখছেন তিনি।
বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচন শুরু হয়ে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমে এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শুরুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এই নির্বাচনে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম যন্ত্রের কারণে ভোট গ্রহণে কিছু সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন ভোটাররা।
এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, বয়স্ক কয়েকজনের ইভিএমে একটু সমস্যা হয়েছে, তাঁদের বুঝতে সময় লেগেছে। এটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে এরপরেও তিনি সেই এলাকা ছেড়ে যাননি।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘টেলিভিশন ও সিসি ক্যামেরায় আমরা সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি দেখেছি। বৃষ্টির কারণে দুটি সেন্টারে একটু বিঘ্ন ঘটেছে। এ কারণে এখনো চূড়ান্ত ফলাফল আমরা পাইনি।’
স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই স্বচ্ছ ছিলাম। সংবাদকর্মীরা যাতে অবাধে কাজ করতে পারেন সে জন্য আমরা তাঁদের কার্ড করে দিয়েছি। যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’ নির্বিঘ্নে ভোট শেষ হওয়াকে সফলতার চোখে দেখছেন তিনি।
বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচন শুরু হয়ে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমে এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শুরুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এই নির্বাচনে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম যন্ত্রের কারণে ভোট গ্রহণে কিছু সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন ভোটাররা।
এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, বয়স্ক কয়েকজনের ইভিএমে একটু সমস্যা হয়েছে, তাঁদের বুঝতে সময় লেগেছে। এটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে এরপরেও তিনি সেই এলাকা ছেড়ে যাননি।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে