নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘টেলিভিশন ও সিসি ক্যামেরায় আমরা সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি দেখেছি। বৃষ্টির কারণে দুটি সেন্টারে একটু বিঘ্ন ঘটেছে। এ কারণে এখনো চূড়ান্ত ফলাফল আমরা পাইনি।’
স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই স্বচ্ছ ছিলাম। সংবাদকর্মীরা যাতে অবাধে কাজ করতে পারেন সে জন্য আমরা তাঁদের কার্ড করে দিয়েছি। যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’ নির্বিঘ্নে ভোট শেষ হওয়াকে সফলতার চোখে দেখছেন তিনি।
বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচন শুরু হয়ে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমে এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শুরুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এই নির্বাচনে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম যন্ত্রের কারণে ভোট গ্রহণে কিছু সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন ভোটাররা।
এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, বয়স্ক কয়েকজনের ইভিএমে একটু সমস্যা হয়েছে, তাঁদের বুঝতে সময় লেগেছে। এটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে এরপরেও তিনি সেই এলাকা ছেড়ে যাননি।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘টেলিভিশন ও সিসি ক্যামেরায় আমরা সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি দেখেছি। বৃষ্টির কারণে দুটি সেন্টারে একটু বিঘ্ন ঘটেছে। এ কারণে এখনো চূড়ান্ত ফলাফল আমরা পাইনি।’
স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই স্বচ্ছ ছিলাম। সংবাদকর্মীরা যাতে অবাধে কাজ করতে পারেন সে জন্য আমরা তাঁদের কার্ড করে দিয়েছি। যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’ নির্বিঘ্নে ভোট শেষ হওয়াকে সফলতার চোখে দেখছেন তিনি।
বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচন শুরু হয়ে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমে এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শুরুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এই নির্বাচনে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম যন্ত্রের কারণে ভোট গ্রহণে কিছু সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন ভোটাররা।
এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, বয়স্ক কয়েকজনের ইভিএমে একটু সমস্যা হয়েছে, তাঁদের বুঝতে সময় লেগেছে। এটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে এরপরেও তিনি সেই এলাকা ছেড়ে যাননি।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে