উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৯ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ১২ নম্বর বাসার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সফিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪ /বি নম্বর সড়কের ৬ নম্বর বাসার নুরুল ইসলামের ছেলে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বনানী শাখা থেকে জানা যায়, সফিকুল ইসলামকে প্রায় ৩৯ কোটি টাকা ঋণখেলাপি ঘোষণা করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে এসআই সাব্বির হোসেন ও এসআই আরিফুল ইসলাম গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, সফিকুলের বিরুদ্ধে আদালতে করা ৫১৬ / ২১ (বনানী) থেকে ৫২৪ / ২১ (বনানী) নম্বর পর্যন্ত ৯টি মামলা রয়েছে। ওই সব মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারাও ছিল। পরবর্তীতে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর দীর্ঘদিন থেকে সফিকুল পলাতক ছিলেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৯ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ১২ নম্বর বাসার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সফিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪ /বি নম্বর সড়কের ৬ নম্বর বাসার নুরুল ইসলামের ছেলে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বনানী শাখা থেকে জানা যায়, সফিকুল ইসলামকে প্রায় ৩৯ কোটি টাকা ঋণখেলাপি ঘোষণা করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে এসআই সাব্বির হোসেন ও এসআই আরিফুল ইসলাম গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, সফিকুলের বিরুদ্ধে আদালতে করা ৫১৬ / ২১ (বনানী) থেকে ৫২৪ / ২১ (বনানী) নম্বর পর্যন্ত ৯টি মামলা রয়েছে। ওই সব মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারাও ছিল। পরবর্তীতে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর দীর্ঘদিন থেকে সফিকুল পলাতক ছিলেন।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২০ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৩ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২৩ মিনিট আগে