Ajker Patrika

উত্তরায় বাসা থেকে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬: ১৯
উত্তরায় বাসা থেকে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে কাউশ্চমান হলগার নামের এক জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নাগরিকের বয়স ৫৪ বছর। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। 

উত্তরা ৫ নম্বর সেক্টরের ২ /এ সড়কের ১০ নম্বর বাসার ষষ্ঠতলার একটি ফ্ল্যাট থেকে আজ রোববার সকালে ওই নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ফ্ল্যাটে তিনি এবং তাঁর কেয়ারটেকার জুয়েল বসবাস করতেন। 

কাউশ্চমান হলগার ২০১৪ সাল থেকে ওই বাসায় ভাড়া থাকতেন। সেই সঙ্গে দ্য লনসাম ট্রাভেল লিমিটেড নামের একটি গাইড ও টুরিস্ট ব্যবসা পরিচালনা করতেন তিনি। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ 

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানিয়েছেন ওসি মহসীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত