Ajker Patrika

সাভার থানার পাশে পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির হাত বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শনাক্তের চেষ্টা করে।

থানা রোডের পাশে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের ১০০ গজের মধ্যে সাভার থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার সরকারি কলেজ, প্রেসক্লাবসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

পুলিশ জানায়, আজ সন্ধ্যায় কমিউনিটি সেন্টার থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সাভার থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষে হাত বাঁধা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পরে বিষয়টি ঢাকা জেলা পিবিআইকে জানানো হয়।

ঢাকা জেলা পিবিআইয়ের পরিদর্শক গোবিন্দলাল দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আঙুলের ছাপ সংগ্রহ করে পাঠানো হয়েছে।

গোবিন্দলাল দে আরও বলেন, সাভার থানা-পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। প্রতিবেদন তৈরি করার পর লাশ মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের দফায় দফায় সংঘর্ষ, নুরসহ আহত অনেকে

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

বড়াইগ্রামে ৫ কেজি গাঁজাসহ আটকের পর ৫০ গ্রাম দিয়ে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত