Ajker Patrika

ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল: অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০০: ২৬
ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল:  অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণের নির্দেশ

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ১৪ মার্চ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এই আদেশ দেন।

ভিকারুননিসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর মা গত ১৪ জানুয়ারি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি রুলসহ আদেশ দেন হাইকোর্ট। এরপর স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। যা আজ আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত