আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে আবু তাহের ওরফে খোঁকা (৭২) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের কান্দার বিলে, একটি গভীর নলকূপ ঘর সংলগ্ন একটি গ্যাস পাইপে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আবু তাহের ওরফে খোকার বাড়ি কাঁঠাল বাড়ি শাহ পাড়া গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোঁকা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রোববার রাতে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রাতের খাবার খান। এর পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। আজ ভোরে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর গ্রামের মসজিদের মাইকে তাঁর নিখোঁজের খবরটি এলাকায় জানানো হয়।
সকাল ৭টার দিকে মোহাম্মদপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম মাঠের ধান দেখতে যান। এ সময় তিনি ওই গভীর নলকূপ ঘরের পাশে একটি গ্যাস পাইপের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খোকাকে দেখতে পান। এরপর তিনি গ্রামের লোকজনকে বিষয়টি জানান। পরে বেলা ১১টার দিকে খোকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
খোকার পুত্রবধূ ছাবেরা খাতুন বলেন, ‘আমার শ্বশুরের মানসিক সমস্যা ছিল। গতকাল রোববার রাত আটটার দিকে তিনি বাড়িতে রাতের খাবার খান। এর পর আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে বাড়িতে না দেখে সবাই মিলে তাঁকে খোঁজাখুঁজি শুরু করি। পরে তাঁর ঝুলন্ত লাশের খবর জানতে পারি।
এ নিয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানসহ ঘটনাস্থলে উপস্থিত হই।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি খোকার মানসিক সমস্যা ছিল। তাঁর লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আবু তাহের ওরফে খোঁকা (৭২) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের কান্দার বিলে, একটি গভীর নলকূপ ঘর সংলগ্ন একটি গ্যাস পাইপে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আবু তাহের ওরফে খোকার বাড়ি কাঁঠাল বাড়ি শাহ পাড়া গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোঁকা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রোববার রাতে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রাতের খাবার খান। এর পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। আজ ভোরে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর গ্রামের মসজিদের মাইকে তাঁর নিখোঁজের খবরটি এলাকায় জানানো হয়।
সকাল ৭টার দিকে মোহাম্মদপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম মাঠের ধান দেখতে যান। এ সময় তিনি ওই গভীর নলকূপ ঘরের পাশে একটি গ্যাস পাইপের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খোকাকে দেখতে পান। এরপর তিনি গ্রামের লোকজনকে বিষয়টি জানান। পরে বেলা ১১টার দিকে খোকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
খোকার পুত্রবধূ ছাবেরা খাতুন বলেন, ‘আমার শ্বশুরের মানসিক সমস্যা ছিল। গতকাল রোববার রাত আটটার দিকে তিনি বাড়িতে রাতের খাবার খান। এর পর আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে বাড়িতে না দেখে সবাই মিলে তাঁকে খোঁজাখুঁজি শুরু করি। পরে তাঁর ঝুলন্ত লাশের খবর জানতে পারি।
এ নিয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানসহ ঘটনাস্থলে উপস্থিত হই।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি খোকার মানসিক সমস্যা ছিল। তাঁর লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
২৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
১ ঘণ্টা আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি করা হয়।
১ ঘণ্টা আগে