Ajker Patrika

সিরাজদিখানে উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সিরাজদিখানে উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইভটিজিংয়ের অভিযোগে ৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাষ্টার আব্দুর রহমান একাডেমিসংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করে এলাকাবাসী।

অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখ, একই কমিটিতে পদ প্রত্যাশী অন্য ৩ জন হলেন সাব্বির, জয়, নিলয়। মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার আব্দুর রহমান একাডেমির অভিভাবক প্রতিনিধি সদস্য বাচ্চু ফকির, মাহবুব, রুপা, মধ্যপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ছাত্তার বেপারী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা মো. তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোকলেস তালুকদার, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হোসেন বেপারী, সাধারণ সম্পাদক তুলু শেখ, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি হোসেন বেপারী প্রমুখ। 

বক্তারা বলেন, আমাদের ছেলে-মেয়ে, মা-বোনেরা রাস্তা-ঘাটে নিরাপদে চলাফেরা করতে পারে সেরকম পরিবেশ চাই। প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আর কোনো বখাটে যেন কোনো মেয়েকে ইভটিজিং কিংবা কোনো খারাপ মন্তব্য করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি। আমরা চাই এ সকল বখাটের সর্ব্বোচ শাস্তি হোক। 

অভিযুক্ত মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখকে একাধিকবার ফোন দেওয়ার পর সাংবাদিক পরিচয় দিলে কলটি কেটে দেন। 

গত ২১ ফেব্রুয়ারি মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত