সিলেট প্রতিনিধি
সিলেটে একই রোল নম্বরের প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসেছেন দুই ছাত্রী। আজ বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে একজনকে জাল হিসেবে শনাক্ত করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মদনমোহন কলেজের শিক্ষার্থীরা। আজ দায়িত্বরত শিক্ষকেরা যখন পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ক্যান করতে যান, তখন দেখা যায়, একই রোলের দুই শিক্ষার্থী। পরে মোছা. তাহমিনা আক্তারের প্রবেশপত্র জাল বলে ধরা পড়লে তাঁকে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসা হয়।
তাহমিনা গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ে পরীক্ষার ফি না দেওয়ায় তাঁর ভগ্নিপতি পরে এক দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেন। এখন পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানতে পারেন সেটি ভুয়া। কাজটি করেছেন তাঁর ভগ্নিপতি। তিনি এখন অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। এই বলে মেয়েটি হাউমাউ করে কাঁদতে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট সরকারি কলেজের এক শিক্ষক বলেন, ‘মেয়েটি মদনমোহন কলেজের শিক্ষার্থী, এটা ঠিক। মেয়েটি প্রতারণার শিকার হয়েছে। এটা নিশ্চয়ই কলেজের কোনো কর্মচারী করেছে।’
বিষয়টি নিশ্চিত করে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন জানান, ভুয়া প্রবেশপত্র থাকায় ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি।
এ বিষয়ে মদনমোহন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, ‘সে ফরম পূরণ করেনি। আমরা ওয়েবসাইটে ডাউনলোড করার জন্য যে প্রবেশপত্রগুলো দিয়েছি, সেখানে তার প্রবেশপত্র নেই। তার ক্লাস রোল নম্বর জানা ছাড়া এই মুহূর্তে বলতে পারছি না সে আমাদের শিক্ষার্থী কি না।’
সিলেটে একই রোল নম্বরের প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসেছেন দুই ছাত্রী। আজ বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে একজনকে জাল হিসেবে শনাক্ত করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মদনমোহন কলেজের শিক্ষার্থীরা। আজ দায়িত্বরত শিক্ষকেরা যখন পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ক্যান করতে যান, তখন দেখা যায়, একই রোলের দুই শিক্ষার্থী। পরে মোছা. তাহমিনা আক্তারের প্রবেশপত্র জাল বলে ধরা পড়লে তাঁকে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসা হয়।
তাহমিনা গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ে পরীক্ষার ফি না দেওয়ায় তাঁর ভগ্নিপতি পরে এক দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেন। এখন পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানতে পারেন সেটি ভুয়া। কাজটি করেছেন তাঁর ভগ্নিপতি। তিনি এখন অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। এই বলে মেয়েটি হাউমাউ করে কাঁদতে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট সরকারি কলেজের এক শিক্ষক বলেন, ‘মেয়েটি মদনমোহন কলেজের শিক্ষার্থী, এটা ঠিক। মেয়েটি প্রতারণার শিকার হয়েছে। এটা নিশ্চয়ই কলেজের কোনো কর্মচারী করেছে।’
বিষয়টি নিশ্চিত করে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন জানান, ভুয়া প্রবেশপত্র থাকায় ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি।
এ বিষয়ে মদনমোহন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, ‘সে ফরম পূরণ করেনি। আমরা ওয়েবসাইটে ডাউনলোড করার জন্য যে প্রবেশপত্রগুলো দিয়েছি, সেখানে তার প্রবেশপত্র নেই। তার ক্লাস রোল নম্বর জানা ছাড়া এই মুহূর্তে বলতে পারছি না সে আমাদের শিক্ষার্থী কি না।’
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গিয়েছে।
২ মিনিট আগেসাভারে থানার ১০০ গজের মধ্যে পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আবারও একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেন্টারের দ্বিতীয় তলা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে জবাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগেকক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে বসানো দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৭ মিনিট আগেময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ‘জুলাই যোদ্ধা’ আবু রায়হানকে লাঞ্ছিতের ঘটনায় আওয়ামী লীগ নেতা পরিচালিত ১৬ বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়।
১ ঘণ্টা আগে