স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এই ফেব্রুয়ারিতে নিয়ে এল ‘লাভ ফেস্ট’। ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগামী ৭-১৫ ফেব্রুয়ারি ২০২৩ অনলাইনে চলবে এই ভ্যালেন্টাইন ফেস্টিভ্যাল। ইনফিনিক্সের এই ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য আছে দারুণ সব পুরস্কার।
সোশ্যাল কনটেস্ট ও স্টোর গিভঅ্যাওয়ে—এই দুই ভাগে অনুষ্ঠিত হবে ফেস্টিভ্যালটি। সোশ্যাল কনটেস্টের থাকছে দুইটি ধাপ। প্রথম ধাপে অংশগ্রহণকারীদেরকে ক্যাম্পেইনের সোশ্যাল পোস্টে একটি ‘লাভ’ সাইনসহ নিজেদের ছবি কমেন্ট করতে হবে। দ্বিতীয় ধাপে #InfinixLoveFest হ্যাশট্যাগ দিয়ে ক্যাম্পেইন পোস্টটি শেয়ার করতে হবে। ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে এই পোস্টটি পাওয়া যাবে।
ক্যাম্পেইনের আওতায় আরও থাকছে স্টোর গিভঅ্যাওয়ে। হট ১২ ও নোট ১২ সিরিজের স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন প্রিয়জনের জন্য নিশ্চিত উপহার। সম্প্রতি বাজারে আসা আলট্রা স্পিড ফোন নোট ১২ প্রো-তে আছে হেলিও জি৯৯ প্রসেসর, ২৫৬ জিবি রম+ ১৩ জিবি পর্যন্ত এক্সটেনডেড র্যাম, ১০৮ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা এবং ৬.৭" এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। সুপার-স্টোরেজ গেমিং ফোন হট ১২-এ আছে হেলিও জি৮৫ প্রসেসর, ১২৮ জিবি রম + ১১ জিবি পর্যন্ত এক্সটেনডেড র্যাম এবং চমৎকার ডিসপ্লে।
লাভ ফেস্টের সোশ্যাল কনটেস্ট ক্যাম্পেইনের বিজয়ীরা পাবেন লাইফস্টাইল গিফট ভাউচার, অ্যামিউজমেন্ট পার্ক ভ্রমণের জন্য কাপল টিকিট এবং কাপল ডিনারের সুযোগ। স্টোর গিভঅ্যাওয়ের ক্ষেত্রে প্রতিটি হট ১২ ও নোট ১২ ফোন কিনলে ক্রেতারা পাবেন টি-শার্ট ও ব্লুটুথ নেকব্যান্ড।
ক্যাম্পেইনের ব্যাপারে বিস্তারিত জানতে চোখ রাখুন ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে।
স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এই ফেব্রুয়ারিতে নিয়ে এল ‘লাভ ফেস্ট’। ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগামী ৭-১৫ ফেব্রুয়ারি ২০২৩ অনলাইনে চলবে এই ভ্যালেন্টাইন ফেস্টিভ্যাল। ইনফিনিক্সের এই ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য আছে দারুণ সব পুরস্কার।
সোশ্যাল কনটেস্ট ও স্টোর গিভঅ্যাওয়ে—এই দুই ভাগে অনুষ্ঠিত হবে ফেস্টিভ্যালটি। সোশ্যাল কনটেস্টের থাকছে দুইটি ধাপ। প্রথম ধাপে অংশগ্রহণকারীদেরকে ক্যাম্পেইনের সোশ্যাল পোস্টে একটি ‘লাভ’ সাইনসহ নিজেদের ছবি কমেন্ট করতে হবে। দ্বিতীয় ধাপে #InfinixLoveFest হ্যাশট্যাগ দিয়ে ক্যাম্পেইন পোস্টটি শেয়ার করতে হবে। ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে এই পোস্টটি পাওয়া যাবে।
ক্যাম্পেইনের আওতায় আরও থাকছে স্টোর গিভঅ্যাওয়ে। হট ১২ ও নোট ১২ সিরিজের স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন প্রিয়জনের জন্য নিশ্চিত উপহার। সম্প্রতি বাজারে আসা আলট্রা স্পিড ফোন নোট ১২ প্রো-তে আছে হেলিও জি৯৯ প্রসেসর, ২৫৬ জিবি রম+ ১৩ জিবি পর্যন্ত এক্সটেনডেড র্যাম, ১০৮ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা এবং ৬.৭" এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। সুপার-স্টোরেজ গেমিং ফোন হট ১২-এ আছে হেলিও জি৮৫ প্রসেসর, ১২৮ জিবি রম + ১১ জিবি পর্যন্ত এক্সটেনডেড র্যাম এবং চমৎকার ডিসপ্লে।
লাভ ফেস্টের সোশ্যাল কনটেস্ট ক্যাম্পেইনের বিজয়ীরা পাবেন লাইফস্টাইল গিফট ভাউচার, অ্যামিউজমেন্ট পার্ক ভ্রমণের জন্য কাপল টিকিট এবং কাপল ডিনারের সুযোগ। স্টোর গিভঅ্যাওয়ের ক্ষেত্রে প্রতিটি হট ১২ ও নোট ১২ ফোন কিনলে ক্রেতারা পাবেন টি-শার্ট ও ব্লুটুথ নেকব্যান্ড।
ক্যাম্পেইনের ব্যাপারে বিস্তারিত জানতে চোখ রাখুন ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে