Ajker Patrika

সাবেক মেয়র ফজলে নূর তাপসের ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৭: ৪১
সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত
সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসেবে থাকা ১৭ লাখ ৮৮ হাজার ৮৯১ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদন অনুযায়ী মেয়র তাপসের প্রিমিয়ার ব্যাংক পিএলসির একটি হিসাবে ১৭ লাখ ৮১ হাজার, বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি হিসাবে ২২৪২ ও প্রাইম ব্যাংক পিএলসির একটি হিসাবে ৭৬৪৯ টাকা স্থিতি রয়েছে, তা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখেছেন।

দুদক আরও জানায়, সাবেক মেয়র তাপস ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৩৮ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৪৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ আত্মসাৎ, হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে মামলা করেছে।

আবেদনে আরও বলা হয়, মামলা তদন্তকালে ফজলে নূর তাপসের সব সম্পত্তি চিহ্নিত করা যায়নি। তবে তিনটি ব্যাংক হিসাব চিহ্নিত করা গেছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ ফজলে নূর তাপস তাঁর নামীয় বর্ণিত অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদগুলো হস্তান্তরিত বা স্থানান্তরিত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। সেহেতু, উল্লিখিত সম্পদগুলো অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ নভেম্বর ফজলে নূর তাপসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের জন্য দুঃসংবাদ, শান্তি রক্ষা মিশনের এক-চতুর্থাংশ ছাঁটাই করছে জাতিসংঘ

১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে বিনা মূল্যে টাইফয়েড টিকা, টাকা চাইলে ব্যবস্থা

গাজায় থেমে গেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী

৯ গোলের দুঃস্বপ্ন থেকে মশার যন্ত্রণা, বাংলাদেশ-হংকং লড়াইয়ে আরও যা ঘটেছে

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত