Ajker Patrika

দৌলতপুরে প্রধান শিক্ষকের ওপর হামলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দৌলতপুরে প্রধান শিক্ষকের ওপর হামলা

মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ভোরে দৌলতপুর পি এস মডেল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন বাজারে হাজী স্টোরের সামনে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি সরকারি প্রমোদা সুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যদিকে এ হামলার অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল ইসলাম নুরু (৪৬)। তিনি দৌলতপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন আনুর ছেলে। 

পিএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ওই স্কুলের জায়গা দখল করে দোকান ঘর তুলে ব্যবসা করে আসছিলেন নুরু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বিষয়টি সমাধান করার জন্য বারবার তাঁকে তাগাদা দিলেও তিনি এতে কোনো প্রকার কর্ণপাত না করে ব্যবসা পরিচালনা করে আসছেন। 

আজ সোমবার ভোর সোয়া ৬টার দিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রাতর্ভ্রমণে বের হন। তিনি দেখতে পান দখলকৃত ওই দোকান ঘরের মেরামতের কাজ করছিলেন নুরুসহ কয়েকজন। এতে তিনি বিদ্যালয়ের জায়গার কোনো সমাধান না করে ঘর মেরামতের কারণ জানতে চাইলে নুরু এবং তাঁর ছেলে প্রধান শিক্ষকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। একপর্যায়ে প্রধান শিক্ষক মাটিতে লুটিয়ে পড়লে নুরু ও তাঁর লোকজন তাঁকে এলোপাতাড়ি মারপিট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা শিক্ষককে উদ্ধার করে দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. খালেদ জানান, প্রধান শিক্ষক মিজানুর রহমানের মাথায় আঘাতের কারণে জখম হয়েছে। মাথায় কয়েকটি সেলাই করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনার ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা নথিভুক্ত হলে আসামির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত