Ajker Patrika

মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
মুন্সিগঞ্জের শ্রীনগরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের শ্রীনগরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে মো. অলিউল্লাহ মোল্লা (৪২) হত্যা মামলায় তাঁর স্ত্রী মাজেদা বেগমকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ রোববার মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই রায় দেন। অলিউল্লাহ জেলার শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের মো. ইদ্রিস মোল্লার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার পুটিমারা গ্রামের প্রবাসী অলিউল্লাহ তাঁর স্ত্রী মাজেদা ও তিন সন্তান নিয়ে বাবার বাড়ি থেকে অন্য স্থানে বসবাস করতেন। অলিউল্লাহ সৌদি আরবে থাকতেন। মাঝেমধ্যে দেশের বাড়িতে ফিরতেন। সর্বশেষ ২০১৭ সালে ছুটিতে তিনি দেশে ফেরেন। কিন্তু পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। ওই বছরের ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঘুমাতে যান অলিউল্লাহ। পর দিন ৭ ফেব্রুয়ারি সকালে দুই সন্তান নিয়ে বাড়ি থেকে বাইরে চলে যান স্ত্রী মাজেদা।

এদিকে ওই দিন দুপুরে মো. অলিউল্লাহকে বাড়িতে গলায় ওড়না প্যাঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় ঘরের ভেতর পাওয়া যায়। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ এনে শ্রীনগর থানায় মামলা করেন নিহতের ভাই মো. আহসান উল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত