Ajker Patrika

কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর, প্রতিনিধি
কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: সংগৃহীত
কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থাপনা উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা সদরের থানার মোড় থেকে ফাঁসিয়াতলা সড়ক এবং একই উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর থেকে চরআলীপুর সড়কের পাশে সরকারি জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা। তাঁরা দীর্ঘদিন ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মাহবুবা ইসলাম অভিযানে যান। তাঁরা কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

স্থানীয় আবুল হোসেন, রাসেল, জমিসসহ বেশ কয়েকজন জানান, সড়কের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করায় রাস্তা ছোট হয়ে যায়। তাই এই সড়কগুলো দখল মুক্ত হওয়ায় সাধারণ মানুষ খুব খুশি।

কালকিনি ইউএনও উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে তোলা শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত