ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে চালক ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৭) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর মাছ বাজার থেকে কার্টনভর্তি মাছ নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-০৮৫৩) ঢাকার দিকে যাচ্ছিল। আজ ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাটাভোগ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে এসে মাছভর্তি পিকআপ ভ্যানের গতিরোধ করে।
এ সময় তারা ঢাকাগামী পিকআপ ভ্যানটিতে উঠে চালক আবু বকর সিদ্দিকের গলায় বৈদ্যুতিক শক ডিভাইসসদৃশ বস্তু দিয়ে আঘাত করে। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এ ছাড়া তাঁর সহকারী মো. আল-আমিন হোসেনকে বেধড়ক মারধর করা হয়। পরে চালক ও সহকারীকে হাত-পা ও চোখ বেঁধে মুখে গামছা গুঁজে দেয়। পরে ডাকাত দলটি ওই দুজনকে নিজেদের পিকআপ ভ্যানে তুলে নেয়।
ডাকাত দল ভোর সাড়ে ৪টার দিকে চালক ও সহকারীকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকার সার্ভিস লেনের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় তাঁরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাছভর্তি পিকআপ ভ্যানটি উদ্ধার করা যায়নি। পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে চালক ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৭) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর মাছ বাজার থেকে কার্টনভর্তি মাছ নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-০৮৫৩) ঢাকার দিকে যাচ্ছিল। আজ ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাটাভোগ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে এসে মাছভর্তি পিকআপ ভ্যানের গতিরোধ করে।
এ সময় তারা ঢাকাগামী পিকআপ ভ্যানটিতে উঠে চালক আবু বকর সিদ্দিকের গলায় বৈদ্যুতিক শক ডিভাইসসদৃশ বস্তু দিয়ে আঘাত করে। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এ ছাড়া তাঁর সহকারী মো. আল-আমিন হোসেনকে বেধড়ক মারধর করা হয়। পরে চালক ও সহকারীকে হাত-পা ও চোখ বেঁধে মুখে গামছা গুঁজে দেয়। পরে ডাকাত দলটি ওই দুজনকে নিজেদের পিকআপ ভ্যানে তুলে নেয়।
ডাকাত দল ভোর সাড়ে ৪টার দিকে চালক ও সহকারীকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকার সার্ভিস লেনের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় তাঁরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাছভর্তি পিকআপ ভ্যানটি উদ্ধার করা যায়নি। পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দীর্ঘ ৫৪ বছরে যেটা করা সম্ভব হয়নি, তা মাত্র দেড় বছরে করা সম্ভব নয়। সবকিছু সমাধান করা না গেলেও সমস্যা সমাধানে রূপরেখা করে যাওয়া সম্ভব। যা ইতিমধ্যেই আমরা শুরু করেছি।’
৮ মিনিট আগেভুক্তভোগী কৃষক মো. মোহর আলী বলেন, ‘আমার প্রজেক্টের সাত বিঘা ধানখেত পুড়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে, ওই ধানে চিটা ধরেছে। আমার অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইউএনওর কাছে আবেদন করেছি।’ কথা হয় হরগজ পূর্ব নগরের শামীম নামের এক কৃষকের সঙ্গে।
২৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে একজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ইব্রাহিম টেক্সটাইলের ভেতরে রয়েল টোব্যাকো কারখানায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়। সেই সঙ্গে জব্দ করা হয় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১ লাখ
৩৫ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য তৈরি করা ব্যায়ামাগার দখল করে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। শিক্ষার্থীদের অভিযোগ, এই কক্ষটি ছাত্রলীগ ব্যবহার করত ‘টর্চার সেল’ হিসেবে। এই কক্ষেই শিক্ষার্থীদের ধরে এনে নির্যাতন চালানো হতো।
৩৫ মিনিট আগে