Ajker Patrika

দোহার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

দোহার (ঢাকা) প্রতিনিধি
দোহার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গত বছরের ১৫ মে দোহার উপজেলার জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে মো. আলমগীর হোসেনকে দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও নুরুল হক বেপারীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সেই সম্মেলনে পরবর্তীকালে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। 

উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন তাঁরা হলেন- সহসভাপতি পদে (৯ জন) মো. আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেন, একলাল উদ্দীন আহাম্মেদ, সালাউদ্দিন দড়ানী, লায়ন আব্দুস সালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধ আইয়ুব আলী, এম এ রহিম, শামিম আহাম্মেদ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে (৩ জন) আওলাদ হোসেন, আজাদ হোসেন খান, আমজাদ হোসেন আজাদ, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট ফিরোজ, কৃষি ও সমবায় সম্পাদক শেখ সালাউদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক নবী হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোয়েব মিঞা, দফতর সম্পাদক দেলোয়ার হোসনে, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আব্দুস শুকুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাসার মৃধা, বন ও পরিবেশ সম্পাদক পিয়ার আলী হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সারওয়ার হোসেন অপু, মহিলা বিষয়ক সম্পাদক দোহার পৌরসভার ১, ২, ৩ নম্বর ওয়াডে মহিলা কাউন্সিল ইশরাত জাহান বনানী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনির আহাম্মেদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. রফিকুল ইসলাম হিরন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রমজান হোসেন পিরু, শ্রম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক নূর ইসলাম মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (৩ জন) মো. কামরুজ্জামান বিশ্বাস, তৈবুর রহমান তরুণ, মুহাম্মদ আলমাস উদ্দিন, কোষাধ্যক্ষ মোহসিন হাওলাদার, সহদফতর সম্পাদক বাবুল গাজী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জু মোল্লা, এ ছাড়াও কমিটিতে ৩৫ জন কার্যকারী সদস্য ও ২৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত