Ajker Patrika

কেন্দ্রীয় কারাগারের দুই আসামির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৯: ২০
কেন্দ্রীয় কারাগারের দুই আসামির ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী পৃথক দুই আসামির ঢাকা মেডিকেলে মারা গেছেন। এঁরা হলেন হাজতি সাবিদ হোসেন নান্টু (২৮) ও সবুজ মিয়া (৬৫)। 

আজ বুধবার সকাল ৭টার দিকে হাজতি সাবিদকে ও দুপুর সাড়ে ১২টার দিকে সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগারের দুই বন্দী ঢাকা মেডিকেলে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। 

ঢাকা মেডিকেলে কর্মরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, তাঁরা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা সকালে সাবিদকে ও দুপুরে সবুজকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

রোকনুজ্জামান জানান, মৃত সাবিদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চামড়াগুদাম গ্রামে। বাবার নাম মৃত টিপু সুলতান। টঙ্গী থানায় মাদক মামলার আসামি ছিলেন সাবিদ। মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর সবুজের বাবার নাম আব্দুস সোবহান। তাঁর মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মৃতদেহ মর্গে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত