Ajker Patrika

জবি ছাত্রের আত্মহত্যার চেষ্টা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জবি প্রতিনিধি 
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২৪
মো. আহাদ হোসেন। ছবি: সংগৃহীত
মো. আহাদ হোসেন। ছবি: সংগৃহীত

দু’দিন আগে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই শিক্ষার্থীর নাম মো. আহাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪ তম আবর্তনের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।

আজ বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদ মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।

আহাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক আজকের পত্রিকা’কে বলেন, মো. আহাদ দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা যায়। কিডনি ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই দু’দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষার্থীর বিভাগ নিয়মিত হাসপাতালে যোগাযোগ রাখছিল। আমাদের শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা মর্মাহত।

প্রক্টর তাজাম্মুল হক আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে আমরা খুব দ্রুত কাউন্সেলিং সেন্টার ও বিভাগের ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সূত্রাপুরে মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন মো. আহাদ। তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বায়েজিদ আলী বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি আহাদের ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সে হঠাৎ দাঁড়িয়ে বলে, ‘আমি তিন দিন ঘুমাইনি, অসুস্থ বোধ করছি’। তখন আমাদের ছাত্র উপদেষ্টা ও অন্য শিক্ষকেরা তাঁকে অন্য রুমে নিয়ে গিয়ে সোফায় বসায়। এ সময় শ্বাস নিতে কষ্ট হলে তাকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। কিছুক্ষণ পর সে কিছুটা সুস্থ হয়ে, পরীক্ষা দেয় ও পরে সে তার কোর্স শিক্ষককে কল দিয়ে ধন্যবাদও জানায়। পরে সেদিন সন্ধ্যায় হঠাৎ তার আত্মহত্যা চেষ্টার খবর শুনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত