Ajker Patrika

দুদকের পরিচালক জুলফিকার আলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১১: ১৩
দুদকের পরিচালক জুলফিকার আলীর মৃত্যু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুদকের জনসংযোগ শাখা জুলফিকার আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

জানা গেছে, জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর ভারতের হায়দরাবাদে চিকিৎসা নেন। তিনি ক্রনিক লিভার ডিজিস রোগে আক্রান্ত ছিলেন। 

জুলফিকার আলীর গ্রামের বাড়ি ময়মনসিংহে। তবে তাঁর শৈশব কেটেছে ঢাকার মহাখালী এলাকায়। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে। জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে ১৯৯৫ সালে যোগদান করেন তিনি। ২০০৭ সালে উপপরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি পান জুলফিকার আলী। মৃত্যুর সময় এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত