Ajker Patrika

বিমানবন্দর এলাকায় ৬ ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
সাজাপ্রাপ্ত আসামিরা। ছবি: সংগৃহীত
সাজাপ্রাপ্ত আসামিরা। ছবি: সংগৃহীত

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছ। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা-পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন সদর দপ্তর সংলগ্ন এলাকা এবং বিমানবন্দর পার্কিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মধ্যরাতে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের কোতোয়ালি উপজেলার টাইগার পাস গ্রামের মৃত আ. কাদিরের ছেলে মো. সাকিব (২২), ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার লোহাগড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সুমন ওরফে সুমন আলী ওরফে মনিরুজ্জামান সুমন সরদার (২১), বরিশালের আগৈলঝারা উপজেলার উত্তর শ্রীবাসা গ্রামের কামাল হোসেনের ছেলে হৃদয় মঞ্জিল (২১), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামের নুরু মিয়ার ছেলে মো. জয় (২২), ঢাকার খিলক্ষেতের খাঁ পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩) ও ঢাকার পল্লবীর মিরপুর দুয়ারিপাড়া এলাকার হোসেন মাতব্বরের ছেলে আলী আকবর (৩২)।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন সংলগ্ন এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে তাদের দেওয়া তথ্যমতে বিমানবন্দরের পার্কিং থেকে আরও তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার পর বিমানবন্দর ক্যাব কোর্টে পাঠানো হলে বিচারক তাদের প্রত্যেককে এক মাসের করে সাঁজা প্রদান করেন।’

পরবর্তীতে বৃহস্পতিবার মধ্যরাতে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত