Ajker Patrika

সালমান-আনিসুলসহ নতুন মামলায় ১০ গ্রেপ্তার, মামুন-জ্যাকবসহ রিমান্ডে ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সালমান-আনিসসহ ৭ জনের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফাইল ছবি
সালমান-আনিসসহ ৭ জনের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা নতুন নতুন মামলায় পৃথকভাবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।

সাবেক এসব আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত পৃথক পৃথক নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, একাধিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ৭১ টেলিভিশনের সাবেক প্রধান মোজাম্মেল হক বাবু, ৭১ টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া, যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিন ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, ভাটারা থানার আরেক মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে গত শুক্রবার (১১ এপ্রিল) তাঁকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত