Ajker Patrika

রাজধানীর ওয়ারীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৭: ১৪
রাজধানীর ওয়ারীতে ২ ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে আল আমিন ভূঁইয়া (৪২) ও নুরুল আমিন ভূঁইয়া (৩২) নামে দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাঁরা আপন ভাই। পূর্বশত্রুতার জের ধরে আজ বুধবার দুপুরের দিকে পৃথক সময় মরদেহ দুটি হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।

হাসপাতালে আল আমিন ভূঁইয়ার স্ত্রী মুনমুন ভূঁইয়া জানান, তাঁদের বাসা ওয়ারী এ কে এম সাহা লেনে। নুরুল আমিনের বাসা ডেমড়া বাঁশেরপুল এলাকায়। তাঁর স্বামী আল আমিন গার্মেন্টসের ব্যবসা করেন। ওয়ারী থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নুরুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

তিনি আরও জানান, গত দুই বছর আগে ওয়ারী হাটখোলা এলাকায় ফ্ল্যাটের জন্য ক্ল্যাসিক্যাল নামে একটি কোম্পানিকে টাকা দেন। কিন্তু ফ্ল্যাটের কোনো কাজই করছে না। আজ সকালে হাটখোলা এলাকায় আল আমিন ও নুরুল আমিন দুই ভাই ফ্ল্যাটের জায়গায় গেলে আকবর, টুটুল, ইলিয়াসসহ কয়েকজন তাঁদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।

হাসপাতালে নিহত নুরুল আমিনের শ্যালক মো. জুবায়ের জানান, নুরুল আমিন ও আল আমিন দুজন আপন ভাই। নুরুল আমিন থাকত ডেমরা বাঁশেরপুল এলাকায়। রাইট শেয়ারিংয়ের মাধ্যমে বাইক চালাতেন।

তিনি আরও বলেন, ‘আজ সকালের দিকে ওয়ারী থানা এলাকায় তাঁদের পিটিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে। পরে নুরুল আমিনের মরদেহ পুলিশ একটি ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেয় আমরাও সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি। এর আগে তাঁর বড় ভাই আল আমিনের মরদেহ নিয়ে আসে অন্য লোকজন।’

তিনি বলেন, ‘আল আমিন ওয়ারী এলাকায় বিএনপির রাজনীতি করত বলে আমি জানতে পেরেছি। তবে নুরুল আমিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুজনকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ মর্গে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত