নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কল্যাণপুরে রিকশার গতিরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে পুলিশ পরিচয় দেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলের সামনে ‘পুলিশ’ লেখা ছিল। নওশিন নাওয়ার বর্না (২৩) নামের ওই ছাত্রীর হাতে থাকা ব্যাগে অবৈধ জিনিস আছে এমন তথ্য দিয়ে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেন তিনি।
ঢাবির তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে কল্যাণপুর থেকে উত্তরার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় নিয়ে নির্জন একটি স্থানে ছুরি দিয়ে আঘাতের ভয় দেখিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেন পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তি। সেই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় ওই রাতেই তুরাগ থানায় মামলা করেন বর্না (২৩)। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ঢাবি শিক্ষার্থীকে গতিরোধ করে দিয়াবাড়ীর নির্জন এলাকায় নিয়ে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওই ব্যক্তিকে ধরতে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আশা করি দু-তিন দিনের মধ্যে ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগে বলা হয়, গত ২৫ আগস্ট দুপুর দেড়টায় তিনি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে বাসায় যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাঁর নিজেকে পুলিশ পরিচয় পথরোধ করেন। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তির মোটরসাইকেলের সামনে পুলিশের স্টিকার লাগানো ছিল। গতিরোধ করে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি বর্নাকে বলেন, আপনার সঙ্গে থাকা ব্যাগে অবৈধ জিনিসপত্র রয়েছে, এখনই আপনাকে থানায় যেতে হবে। এ অবস্থায় পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তির বক্তব্যে বিব্রত হয়ে তাঁর মোটরসাইকেলে বর্না। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে একপর্যায়ে দিয়াবাড়ির নির্জন এলাকায় নিয়ে গিয়ে ছুরির ভয় দেখিয়ে বর্নার গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনিয়ে নেন।
পরে স্বর্ণালংকার নেওয়ার সময় পাশ দিয়ে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছিলেন। বর্নার সঙ্গে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তির আচরণ অস্বাভাবিক মনে হলে তিনি এগিয়ে যান। স্থানীয় ব্যক্তিকে এগিয়ে আসতে দেখে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি বর্নার স্বর্ণালংকার ও ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় ওই ব্যক্তি বিষয়টি তুরাগ থানা-পুলিশকে বিষয়টি জানালে পুলিশের একটি দল ওই ছাত্রীকে উদ্ধার করে। ওই দিনই তুরাগ থানায় বাদী হয়ে মামলা করেন অপহরণের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী।
পুলিশ সূত্র জানায়, পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যাওয়ার কথা বলে স্বর্ণ লুটের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ-ডিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা এ বিষয়ে তদন্ত করছে। যে পথে ভিকটিমকে নিয়ে যাওয়া হয়েছে সে পথের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোর্শেদ আলম বলেন, ঢাবির শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপহরণকারী ও তার মোটরসাইকেলটি শনাক্ত করতে আমাদের কাজ চলছে।
রাজধানীর কল্যাণপুরে রিকশার গতিরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে পুলিশ পরিচয় দেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলের সামনে ‘পুলিশ’ লেখা ছিল। নওশিন নাওয়ার বর্না (২৩) নামের ওই ছাত্রীর হাতে থাকা ব্যাগে অবৈধ জিনিস আছে এমন তথ্য দিয়ে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেন তিনি।
ঢাবির তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে কল্যাণপুর থেকে উত্তরার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় নিয়ে নির্জন একটি স্থানে ছুরি দিয়ে আঘাতের ভয় দেখিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেন পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তি। সেই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় ওই রাতেই তুরাগ থানায় মামলা করেন বর্না (২৩)। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ঢাবি শিক্ষার্থীকে গতিরোধ করে দিয়াবাড়ীর নির্জন এলাকায় নিয়ে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওই ব্যক্তিকে ধরতে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আশা করি দু-তিন দিনের মধ্যে ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগে বলা হয়, গত ২৫ আগস্ট দুপুর দেড়টায় তিনি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে বাসায় যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাঁর নিজেকে পুলিশ পরিচয় পথরোধ করেন। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তির মোটরসাইকেলের সামনে পুলিশের স্টিকার লাগানো ছিল। গতিরোধ করে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি বর্নাকে বলেন, আপনার সঙ্গে থাকা ব্যাগে অবৈধ জিনিসপত্র রয়েছে, এখনই আপনাকে থানায় যেতে হবে। এ অবস্থায় পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তির বক্তব্যে বিব্রত হয়ে তাঁর মোটরসাইকেলে বর্না। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে একপর্যায়ে দিয়াবাড়ির নির্জন এলাকায় নিয়ে গিয়ে ছুরির ভয় দেখিয়ে বর্নার গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনিয়ে নেন।
পরে স্বর্ণালংকার নেওয়ার সময় পাশ দিয়ে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছিলেন। বর্নার সঙ্গে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তির আচরণ অস্বাভাবিক মনে হলে তিনি এগিয়ে যান। স্থানীয় ব্যক্তিকে এগিয়ে আসতে দেখে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি বর্নার স্বর্ণালংকার ও ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় ওই ব্যক্তি বিষয়টি তুরাগ থানা-পুলিশকে বিষয়টি জানালে পুলিশের একটি দল ওই ছাত্রীকে উদ্ধার করে। ওই দিনই তুরাগ থানায় বাদী হয়ে মামলা করেন অপহরণের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী।
পুলিশ সূত্র জানায়, পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যাওয়ার কথা বলে স্বর্ণ লুটের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ-ডিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা এ বিষয়ে তদন্ত করছে। যে পথে ভিকটিমকে নিয়ে যাওয়া হয়েছে সে পথের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোর্শেদ আলম বলেন, ঢাবির শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপহরণকারী ও তার মোটরসাইকেলটি শনাক্ত করতে আমাদের কাজ চলছে।
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৩ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৪ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
১৮ মিনিট আগে